চীনের চলচ্চিত্র: দি গ্রেট হিপনোটিস্ট
2021-04-30 18:51:45

ডাঃ রুইনিং শু একজন বিশিষ্ট সাইকিয়াটিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ। যিনি তার রোগীদের চিকিৎসা করার জন্য বিভিন্ন হিপনোথেরাপি ব্যবহার করেন। তার পরামর্শদাতা,সিনিয়র ডাক্তার অধ্যাপক ফ্যাং,চিয়াও নামের একজন মানসিক রোগীকে রেফার করেন তার কাছে।

চিয়াওয়ের সমস্যা ছিল,সে মাঝে মাঝে সে ভুত দেখতে পেত । তার সাথে নানান রকম  অদ্ভুত সব ঘটনা ঘটতো । এবং তার বর্ণনা করা ঘটনাগুলো ছিল প্রমাণসাপেক্ষ।

কিন্তু ডাঃ শু এর কাছে সেগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি। তার কাছে চিয়াও এর ঘটনাগুলোকে কাল্পনিক বাঁ তার বানানো গল্প মনে হলো।

চাইল্ডকেয়ারে কর্মরত এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন চিয়াও ছিল পালক সন্তান। নিজদের সন্তান জন্ম নেয়ার পর তার প্রথম বাবামা তাকে ত্যাগ করে । সে বড় হয় পালক পরিবারে।

ডাঃ শু চিয়াওকে ট্রিটমেন্টের জন্য হিপনোটাইস করতে লাগলেন। কিন্তু কল্পনার জগতে ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। চিয়াও ডাঃ শু কে পানিতে ফেলে দিল।

এরপর চিয়াও বর্ণনা করতে লাগলো ডাঃ শু সম্পর্কে। জানাতে লাগলো ডাক্তার শু এর অতিত স্মৃতি। কেন সে পানি কে ভয় পায়। কেন মারা গেল তার স্ত্রী। হিপনোটাইজ হওয়া শুরু হল ডাঃ শু এর। এ যেন চিকিৎসা নিতে এসে নিজেই ডাক্তার হয়ে গেল রোগী।

চিয়াওয়ের কাছে অনেকটা ধরাশায়ি ডাক্তার শু কি পারবে তার চিকিৎসা করতে কিংবা চিয়াও কি আসলেই মানসিক রোগী,এবং চিয়াও এর সাথে ঘটা ঘটনাগুলোর বৈজ্ঞানিক সত্যতা কি? এ সবকিছু জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি।

একটি আশ্চর্যজনক হরর, রহস্যেঘেরা,সাইকোলজিক্যাল থ্রিলারের দারুণ একটি সিনেমা The Great Hypnotist । সিনেমা শুরুর প্রথম ৫ মিনিটেই আপনাকে ভয়ঙ্কর একটি পরিবেশের জানান দিবে ।

চীনের চলচ্চিত্র: দি গ্রেট হিপনোটিস্ট_fororder_a4

দি গ্রেট হিপনোটিস্ট

গল্পের ভিতরের কৌতুহল তৈরি হবে কয়েক মিনিট পর পর। প্রতি মিনিটে অবাক করা অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হবেন আপনি, যেগুলোর যুক্তিযুক্ত ব্যাখ্যা আশা করতে পারবেন না । চার্লি ল্যামের ক্যামেরা ওয়ার্ক এবং লুও শুনফুর সূক্ষ্ম ও আড়ম্বরপূর্ণ প্রোডাকশন ডিজাইনে থ্রিলিং পরিবেশে গল্পটা দারুণভাবে উপস্থাপিত হয়েছে।

দৃষ্টিভঙ্গি এবং মনস্তাত্ত্বিক দিকগুলো মানুষ কে কতটা প্রভাবিত করতে পারে তা আপনি বুঝতে পারবেন এই সিনেমা থেকে। সিনেমার শেষে প্রবল একটি সিদ্ধান্তহীনতার ঝাঁকুনি দিবে পরিচালক লেশট চেন। আপনি চাইলে বাংলা সাবটাইটেল সহ উপভোগ করতে পারেন সিনেমাটি।