চীনের বিখ্যাত নারী: বিজ্ঞানী মিমান চাং
2021-04-30 14:51:40

চীনের বিখ্যাত নারী: বিজ্ঞানী মিমান চাং_fororder_nv2

মিমান চাং হলেন চীনের একজন বিখ্যাত নারী বিজ্ঞানী যিনি ফসিল গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। তার নামে কয়েকটি প্রজাতির প্রাণীর নামকরণও করা হয়েছে।

মিমান চাংয়ের জন্ম ১৯৩৬ সালের ১৭ এপ্রিল চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ে।

চীনের বিখ্যাত নারী: বিজ্ঞানী মিমান চাং_fororder_nv3

তিনি ইন্সটিটিউট অব ভার্টিব্রেট প্যালেওনটোলজি অ্যান্ড প্যালেওনথ্রোপোলজির একজন বিজ্ঞানী। তিনি মস্কো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন এবং স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে  পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে আইভিপিপি প্রতিষ্ঠানের প্রধান হন। তিনিই প্রথম নারী যিনি এই প্রতিষ্ঠানের প্রধান হন। ২০১১ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি দেয়া হয়। তিনি মেরুদণ্ডী প্রাণীর ফসিল নিয়ে গবেষণা করেন। তাকে সম্মান জানিয়ে তিনটি বিলুপ্ত প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়। এরমধ্যে রয়েছে মিমানিয়া নামে মাছ, সিনোভেনাটর চাং-ই নামের ডায়নোসর এবং বিলুপ্ত প্রাগৈতিহাসিক পাখি আর্কিওরনিথুরা মিমানি।

তার নিরলস গবেষণার ফলে অনেক প্রাণীর  ফসিলের প্রজাতি নির্ণয় করা সম্ভব হয়। তিনি ইউননান প্রদেশে প্রাপ্ত প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিল নিয়ে গবেষণা করেছেন।  তিনি তিব্বত মালভূমিতেও গবেষণা করেছেন ফসিল নিয়ে। ২০১৭ সালে বিজ্ঞানী নারীদের জন্য বিশেষ পুরস্কার লোরিয়েল ইউনেসকো অ্যাওয়ার্ড ফর উইমেন ইন সায়েন্স লাভ করেন। তিনি ফসিল গবেষণায়রত বিজ্ঞানীদের জন্য প্রেরণাস্বরপ।