বাধ্যতামূলক শ্রমের অভিযোগ ভিত্তিহীন
2021-04-30 14:53:17

বাধ্যতামূলক শ্রমের অভিযোগ ভিত্তিহীন_fororder_nv5

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের তুলা শিল্পে গবেষক হিসেবে কর্মরত রয়েছেন লি সুয়ে।  তুলার ফার্টিলাইজার  বিষয়ে গবেষণা করছেন এই তরুণী।

তিনি বলেন,‘আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সিনচিয়াংয়ের তুলা খামারে উৎপাদন বৃদ্ধি করছি।’

লি সুয়ে যখন শোনেন যে, কিছু পশ্চিমা দেশ অভিযোগ করেছে যে বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে সিনচিয়াংয়ে তুলা উৎপাদন করা হয় তখন তিনি খুব রেগে যান।

তিনি বলেন,‘সিনচিয়াংয়ে তুলার চাষের শুরু থেকে ফসল তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়াই করা হয় বৈজ্ঞানিক ও প্রযুক্তির সাহায্যে। এই পদ্ধতিতে কিভাবে বাধ্যতামূলক শ্রম প্রয়োগ করা সম্ভব?’

 

 

বাধ্যতামূলক শ্রমের অভিযোগকে উড়িয়ে দিয়ে এই নারী বৈজ্ঞানিক বলেন,

 ‘এটি পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ।’

সিনচিয়াংয়ের তুলা অনেক নারী পুরুষের জীবনে খুলে দিয়েছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের পেশাগত উন্নতিকে বরং বাধাগ্রস্তই করা হচ্ছে।

 

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

 

 

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

 অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ