সিয়োং থিয়ানপিং
2021-04-30 15:54:12

সিয়োং থিয়ানপিং বা পান্ডা সিয়োংয়ের আগের নাম ছিল সিয়োং ওয়েই। তিনি ১৯৬৯ সালের ২৪ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের থাই চৌং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনা সংস্কৃতি বিশ্ববিদ্যালয় পিসিসিইউ’র কোরীয় ভাষা বিভাগ থেকে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি এক সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ১৯৯৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ওয়াট’স মিউজিক ইন্টারন্যাশনাল ইনকর্পারেটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। তখন থেকে তিনি অন্যান্য বিখ্যাত তারকাদের জন্য গান লিখতে শুরু করেন। “রাত রাত রাত” এবং “ম্যাচ স্বর্গ” তাঁর লেখা গানগুলোর অন্যতম। আচ্ছা শ্রোতাবন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের সিয়োং থিয়ানপিংয়ের এই দু’টো গান শোনাব, কেমন?  শুনুন তাহলে গান। 

সিয়োং থিয়ানপিং_fororder_2fdda3cc7cd98d105b5219ce213fb80e7aec904e

১৯৯৭ সালে সিয়োং থিয়ানপিং বার্ষিক নতুন শিল্পী হিসেবে শোবিজে প্রবেশ করেন। একই বছর তিনি তাঁর প্রথম একক অ্যালবাম “নীল নদী” প্রকাশ করেন। কণ্ঠশিল্পী ছি ছিনের জন্য সৃষ্ট “ম্যাচ স্বর্গ” গানটি দিয়ে তিনি ষষ্ঠ গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা সংগীত গীতিকার পুরষ্কার জিতেন। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের অ্যালবামের একই নামের গান “নীল নদী” গানটি শোনাচ্ছি, কেমন? শুনুন তাহলে গানটি। 

সিয়োং থিয়ানপিং_fororder_a2cc7cd98d1001e962ba01f0b80e7bec55e7974e

১৯৯৭ সালের জুলাই মাসে সিয়োং থিয়ানপিং “স্নো বার্ড” গানটি  প্রকাশ করেন। একই বছরের অক্টোবরে তিনি একই নামের অ্যালবাম প্রকাশ করেন। আসলে গানটি হলো সিয়োং থিয়ানপিং বিদেশে প্রশিক্ষণ নেয়ার সময় সৃষ্ট একটি গান। যখন তিনি স্নো বার্ড’কে দেখলেন, তখন বার্ডের নিষ্ঠাবান মনোভাব তাঁকে অভিভূত করে। তাইওয়ানে ফিরে আসার পর তিনি এ গান রচনা করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এখন একসঙ্গে সিয়োং থিয়ানপিংয়ের গানের মধ্য দিয়ে স্নো বার্ডের মনোভাব অনুভব করব, কেমন? শুনুন তাহলে গানটি। 

সিয়োং থিয়ানপিং_fororder_ac6eddc451da81cbbd0bfb6b5a66d016082431a2

“বোকা ঘাট” সিয়োং থিয়ানপিং ১৯৯৭ সালের জানুয়ারি মাসে প্রকাশিত “নীল নদী” অ্যালবামের একটি গান। খুব মজার বিষয় হলো, এর আগে সিয়োং থিয়ানপিং তাইওয়ানের বিখ্যাত কণ্ঠশিল্পী ছি ছিনের জন্য গান সৃষ্টি করেছেন। এবার তাঁকে সাহায্য দেয়ার জন্য ছি ছিন গানে সুর দিয়েছেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের গানটি শোনাবো, কেমন? শুনুন তাহলে গানটি। 

সিয়োং থিয়ানপিং_fororder_src=http___image.wenweipo.com_2016_11_10_20161110zq0004&refer=http___image.wenweipo

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের সিয়োং থিয়ানপিং ও ইয়াং ইয়াংয়ের সঙ্গে গাওয়া দু’টো গান শোনাতে চাচ্ছি। গানের নাম “তোমাকে পেয়ে দারুণ লাগছে” এবং “বেইজিং ভ্রমণ”। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/এনাম)

সিয়োং থিয়ানপিং_fororder_5ab5c9ea15ce36d3a5885f4b3af33a87e950b139