আপন আলোয় ১৪: করোনা মহামারিতে শান্তিনিকেতন ছাত্রছাত্রী শূন্য, ক্লাস চলছে অনলাইনে
2021-04-30 18:50:03

এ পর্বে থাকছে

১. প্রতিবেদন: ইতিহাস সৃষ্টি করে সেরা পরিচালকের অস্কার পেলেন চীনের ক্লোয়ি চাও

২. লু ইয়ু: প্রেম ও দেশাত্মবোধের কবি

৩. চীনের চলচ্চিত্র: দি গ্রেট হিপনোটিস্ট

৪. অন্তরঙ্গ আলাপন: অধ্যাপক ড. অভ্র বসু, প্রধান, বাংলা বিভাগ, বিশ্বভারতী

 

 

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

ইতিহাস সৃষ্টি করে সেরা পরিচালকের অস্কার পেলেন চীনের ক্লোয়ি চাও

 

ইতিহাসে প্রথম এশীয় নারী হিসেবে সেরা পরিচালক হিসেবে অস্কার পেলেন ক্লোয়ি চাও। চীনে বেড়ে ওঠা এই নারী অস্কারের ইহিতাসে প্রথম এশীয় হওয়ার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় নারী যিনি এই সম্মান অর্জন করলেন।

‘নোম্যাডল্যান্ড’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরষ্কার পান তিনি।

ছয়টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। এর মধ্যে ‘সেরা সিনেমা’, ‘সেরা পরিচালক’ ও সেরা অভিনেত্রী; এই তিনটি ক্যাটগারিতে পুরস্কার পেয়েছে ক্লোয়ি চাওয়ের নোম্যাডল্যান্ড।

আপন আলোয় ১৪: করোনা মহামারিতে শান্তিনিকেতন ছাত্রছাত্রী শূন্য, ক্লাস চলছে অনলাইনে_fororder_a1

ছবি: তিন ক্যাটাগরিতে অস্কার জিতেছে নোম্যাডল্যান্ড

অনেকটা সাদামাটা পোশাকে পুরস্কারের মঞ্চে হাজির ক্লোয়ি চাও প্রথমেই ধন্যবাদ জানান মনোনয়ন পাওয়া অন্য পরিচালকদের। কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘নোম্যাডল্যান্ড’ সিনেমায় কাজ করা প্রত্যেক কলাকুশলীর প্রতিও। বক্তব্যে শৈশবকালে চীনে বাবার সঙ্গে কাটানো মজার কিছু স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

আপন আলোয় ১৪: করোনা মহামারিতে শান্তিনিকেতন ছাত্রছাত্রী শূন্য, ক্লাস চলছে অনলাইনে_fororder_a2

ছবি: অস্কার হাতে ক্লোয়ি চাও

চীনেই শৈশব ও কৈশোর কেটেছে ক্লোয়ি চাওয়ের। পরে পড়াশুনার জন্য ইংল্যান্ড হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই থাকছেন তিনি। বিশ্ব চলচিত্রে একজন স্বাধীন পরিচালক হিসেবেই সমাদৃত ক্লোয়ি চাও।