লু ইয়ু: প্রেম ও দেশাত্মবোধের কবি
2021-04-30 18:50:51

চীনের দক্ষিণ সং রাজবংশের সময়ের একজন বিখ্যাত কবি,সমরবিদ, যোদ্ধা ও দেশপ্রেমিক হলেন লু ইয়ু। বিষাদময় প্রেমের কাব্যের জন্য তার খ্যাতি রয়েছে।

১১২৫ সালের ১৭ অক্টোবর লু ইয়ুর জন্ম হয় ওয়েই নদীতে। তার মা ও পরিবারের সবাই তখন নৌকায় ছিলেন। তিনি অভিজাত পরিবারে জন্ম নিয়েছিলেন কিন্তু তার দেশের অবস্থা তখন বিধ্বস্ত। দক্ষিণ সং রাজবংশ তখন পতনের মুখে। তিনি ছোটবেলা থেকেই দেশকে আবার ঐক্যবদ্ধ করে শক্তিশালী করার স্বপ্ন দেখতেন। লু ইয়ু শৈশব কাটান তার সমবয়সী সুন্দরী কাজিন থাং ওয়ানের সঙ্গে। দুজনেই বই পড়তে ভালোবাসতেন। তারুণ্যে তারা পরষ্পরের গভীর প্রেমে পড়েন এবং পরিবারের অমতে বিয়ে করেন।

লু ইয়ু: প্রেম ও দেশাত্মবোধের কবি_fororder_a3

ছবি: লু ইয়ু

কিন্তু লু ইয়ু মায়ের নির্দেশে অনেক কষ্ট সত্ত্বেও থাং ওয়ানকে ডিভোর্স দিতে বাধ্য হন। থাং ওয়ানের অন্যত্র বিয়ে হয়। লু ইয়ুও অন্য নারীকে বিয়ে করেন পরিবারের আদেশে। অনেক বছর পরে শেনের বাগান নামে একটি উদ্যানে দুজনের দেখা হয়। থাং তখন স্বামীর অনুমতি নিয়ে লুর সঙ্গে এক মিনিট কথা বলেন,তার কুশল জিজ্ঞাসা করেন এবং তাকে একপাত্র পানীয় দেন। এই ঘটনার পর লু ‘ফংওয়াং খোঁপার কাঁটা’ নামে একটি বিখ্যাত কবিতা লেখেন। বেশ কয়েক বছর পর যখন ওয়ান সেই কবিতাটি পড়েন তখন এর জবাবে নিজেও একটি কবিতা লেখেন। লু এবং ওয়ানের প্রেম কাহিনী চীনা লোকগাঁথায় বিখ্যাত।

লু ইয়ু প্রায় এগারো হাজার কবিতা লিখেছিলেন যা চীনা সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি রাজ দরবারে চাকরি পেয়েছিলেন। সেনাবাহিনীতেও যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। ছিলেন বীর ও দেশপ্রেমিক হিসেবে বিখ্যাত। তার কবিতায় দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশিত হয়েছে।

১২০৯ সালে লু মৃত্যু বরণ করেন ৮৬ বছর বয়সে। তার এক বছর আগে ওয়ানের মৃত্যু হয়। লু ইয়ু চীনা সাহিত্যের দেশপ্রেমিক কবি হিসেবে অমর স্থান অধিকার করে আছেন।