দেহঘড়ি পর্ব-১৫
2021-04-30 19:19:32

 

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদসংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, স্বাস্থ্য বিষয়ক নানা ভুল ধারণা নিয়ে আয়োজন ‘ভুলের ভুবনে বাস’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

 

##সুখবর

বাংলাদেশে চীনের সিনোফার্ম টিকার জরুরি ব্যবহারের অনুমোদন

জরুরি ক্ষেত্রে চীনের সিনোফার্ম আবিস্কৃত করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর।

দেহঘড়ি পর্ব-১৫_fororder_d1

প্রতিষ্ঠানটির  মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এ টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশে তিনটি প্রতিষ্ঠানের টিকা তৈরির সক্ষমতা আছে, যেগুলো হলো ইনসেপ্টা, হেলথ কেয়ার ও পপুলার ফার্মাসিউটিক্যালস।

ঔষধ প্রশাসন অধিদফতর জানায়, শুরুতে ইনসেপ্টার সাথে যোগাযোগ করা হবে। চীন থেকে বিশেষজ্ঞ টিম এসে সবকিছু পর্যবেক্ষণ করে যাবেন। এরপর তাদের মধ্যে সমঝোতা হবে টিকা উৎপাদনের জন্য। ইনসেপ্টার প্রতি মাসে ৮০ লাখ টিকা উৎপাদনের সক্ষমতা আছে।

চীনে এরইমধ্যে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশকে, যা আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে আসার কথা রয়েছে।

ঔষধ প্রশাসন অধিদফতর জানায়, দেশের তের কোটি মানুষকে টিকা দিতে হবে। এজন্য অক্সফোর্ড এ্যাস্ট্রোজেনেকার টিকা ছাড়াও বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের জোর চেষ্টা করছে বাংলাদেশ। - অভি/রহমান

 

##হেল্‌থ বুলেটিন

লকডাউন বাড়লো ৫ মে পর্যন্ত

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের বিধিনিষেধের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন আদেশে জীবন-জীবিকার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলার সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি আগের নির্দেশনা মোতাবেক উৎপাদনমুখী শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে কাজ চালাতে পারবে। তবে গণপরিবহণ ও সরকারি-বেসরকারি অফিস আগের মতোই বন্ধ থাকছে। এই সময়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে।

কমেছে করোনার সংক্রমণ

চলমান লকডাউনের ফলে কমতে শুরু করেছে করোনার সংক্রমণ। প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন বলবৎ করে সরকার। লকডাউনের প্রথম দিকে সংক্রমণ ও মৃত্যুর হার স্থির থাকলেও এখন দুটোই কমেছে। ইতিমধ্যে করোনা সংক্রমণের হার অর্ধেকে নেমে এসেছে। চিকিৎসকরা বলছেন, লকডাউনে সবাই বিধিনিষেধ মানলে এ হার আরও কমে আসবে।

দেহঘড়ি পর্ব-১৫_fororder_d2

করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে গেছে। এই মরণঘাতি ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ১২ কোটি ৮৫ লাখ মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে।

সবচেয়ে বেশি করোনা শনাক্ত নিয়ে ওয়ার্ল্ডোমিটার্সের তালিকায় এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যায় দুই ও তিন নম্বরে অবস্থান করছে যথাক্রমে ভারত ও ব্রাজিল। এই তালিকায় এখন ৩৩ নম্বরে রয়েছে বাংলাদেশ।

করোনায় বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ১১,৩৯৩ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৩৯৩ জন। এর মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয় ৮৮ জনের। ওই সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫-এ। বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় করোনা থেকে সুস্থ হওয়া ৪ হাজার ৭৮২ জনকে নিয়ে মোট সুস্থের সংখ্যা পৌঁছালো ৬ লাখ ৭৭ হাজার ১০১-এ। - তানজিদ/রহমান