“হার্ড ইমিউনিটি অর্জনে দরকার দেশের মাটিতে টিকার উৎপাদন”
2021-04-29 19:51:08

ব্যবসাপাতির ১৯তম পর্বে যা থাকছে:

# করোনায় কতোটা শঙ্কায় আছে দেশের জনস্বাস্থ্য?

# চুক্তির পরও বাংলাদেশকে টিকা রপ্তানি করতে না পারায় ধোঁয়াশা

# জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞের সাক্ষাৎকার

# চীনে দরিদ্র কৃষকদের আশার আলো ওয়াইন ক্যাপ মাশরুম

এ পর্বের সাক্ষাৎকার:

“আরো বেশি সংক্রমণ ঠেকানো বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। সবচেয়ে বেশি জরুরি জন সচেতনতা বাড়ানোটিকা প্রযুক্তি আনার চেষ্টা হবে বেশি লাভের।

-অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, চেয়ারম্যান, স্বাস্থ্য অধিকার আন্দোলন

“হার্ড ইমিউনিটি অর্জনে দরকার দেশের মাটিতে টিকার উৎপাদন”_fororder_jingji1