‘এই ভালোবাসা’
2021-04-28 19:24:14

‘এই ভালোবাসা’_fororder_jin

চিন ওয়েন ছি ছোটবেলা থেকে পিয়ানো শিখতেন। স্কুলে লেখাপড়ার সময় মিউজিক ম্যাগাজিনের বিশেষ লেখক হন তিনি। স্নাতকের পর তিনি পপ মিউজিক রচনার চেষ্টা করেন। একবার তাঁর রচিত গান একটি মিউজিক কোম্পানির পছন্দ হয়। তারপর তিনি আনুষ্ঠানিকভাবে গীতিকার হওয়ার পথে পা রাখেন।

 

২০১৪ সালে চিন ওয়েন ছি ‘বেইজিংয়ের প্রেমের গল্প’ চলচ্চিত্রের জন্য থিম সং ‘সময়ের চুরি’ গানটি রচনা করেন এবং কণ্ঠ দেন। এর মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৫ সালে চিন ওয়েন ছি প্রথম অ্যালবাম ‘নিখুঁত বিশ্ব’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে গীতিকার থেকে কন্ঠশিল্পীতে রূপান্তর হন।

 

বন্ধুরা, এখন শুনুন চিন ওয়েন ছি’র গান ‘এই ভালোবাসা’। গানের কথা এমন: তুমি খুশি কি না? আমি জানতে চাই। আমার স্মৃতি সময়ের সঙ্গে চলে যায়। আমার এই ভালোবাসা, যেন বাতাসের ধূলি, হাল্কাভাবে তোমার হাতে আসে, কিন্তু তাকে ধরা যায় না। মাঝে মাঝে এই ভালোবাসা শুধু নীরব দুঃখ।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন চিন ওয়েন ছি’র গান ‘বাতাসের বার্তা’। গানে বলা হয়: বাতাস পাহাড় পার হয়, আকাশ পার হয়। কেন এই বাতাসে এত স্নেহময় স্বপ্ন আছে। নিশ্চয় তুমি কিছু বলতে চাও। বাতাস তোমার কথা আমার কাছে পৌঁছে দেয়। তোমাকে ভালোবাসার জন্য আমার সাহস আছে। ভবিষ্যতকে একটি সিদ্ধান্ত দাও।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন চিন ওয়েন ছি’র গান ‘সময়ের চুরি’। গানের কথাগুলো এমন:  যা আকড়ে ধরতে পার, তা ছেড়ে দেবে না। সময় দ্রুত চলে যায়, আর কি বাকি আছে? সময় এক রহস্যময় বিষয়। মাঝে মাঝে আনন্দ, মাঝে মাঝে বৃষ্টি। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চিন ওয়েন ছি’র গান ‘নিজের জন্য লড়াই করি’। গানের কথায় বলা হয়: যখন উত্তর দিকের মেঘ ভেসে আসে, তরুণ মনের আকাঙ্খা জেগে ওঠে। হৃদয়ের রক্ত গরম হয়ে যায়। বুক খুলে বাতাসকে আলিঙ্গন করি। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চিন ওয়েন ছি’র গান ‘বিদায়, হ্যালো’। গানের কথাগুলো এমন: আমি ভালো আছি। তেমন দুঃখ নেই। কল্পনা করি, যদি আবার তোমাকে দেখি, হাসি মুখে হ্যালো বলি। আমি অবশেষে আর তোমাকে ভালোবাসি না। দিনগুলো ব্যস্ত হয়, কিন্তু মন খালি রয়ে যায়। আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চিন ওয়েন ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/এনাম/সুবর্ণা)