ইউরোপ-বৃটেন বাণিজ্যিক চুক্তির উপর ইউরোপীয় সংসদে ভোটাভুটি
2021-04-28 17:19:11

এপ্রিল ২৮: গতকাল (মঙ্গলবার) ইউরোপ-বৃটেন বাণিজ্যিক চুক্তি নিয়ে ইউরোপীয় সংসদ সর্বশেষ দফা বিতর্কের আয়োজন করেছে। আজ (বুধবার) এর ওপর ভোট অনুষ্ঠিত হবে বলে অনুমান করা হচ্ছে। 

এ দিন ব্রাসেলসে আয়োজিত অধিবেশনে সংসদ সদস্যরা এর আগে ঐক্যমতে পৌঁছা ইইউ-বৃটেন বানিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করেন। এর ভিত্তিতে তাঁরা চুক্তিটির উপর ভোট দেবেন। 

বিতর্ক শুরুর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনদের লেয়ান এ চুক্তির ইতিবাচক মূল্যায়ন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সদস্যরা এ চুক্তির অনুমোদন দেবে। 

তিনি বলেন, “এ চুক্তি ইউরোপের নাগরিকদের অধিকার রক্ষা করবে। সংশ্লিষ্ট কর্মচারী বা পর্যটকদের প্রতি গুরুতর প্রভাব এড়িয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। মত্স্য ও বাণিজ্য শিল্পে এ চুক্তি ইউরোপের স্বার্থ ও ইইউর বাজারের অখণ্ডতা রক্ষা করবে। এটি একটি সুষ্ঠু ন্যায়সঙ্গত প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করবে। তার ওপর বরাবরই ইউরোপীয় কমিশন গুরুত্ব দিয়ে আসছে। পাশাপাশি, এ চুক্তি পরিবেশ সুরক্ষাসহ নানা খাতকে উচ্চ মানের সুরক্ষা প্রদান করবে।” 

উল্লেখ্য, ইইউ ও বৃটেন নয় মাস আলোচনার পর ২০২০ সালের ডিসেম্বরের ২৪ তারিখ বাণিজ্যসহ ধারাবাহিক সহযোগিতার বিষয়ে ঐক্যমতে পৌঁছায়। তবে, এ চুক্তি দুপক্ষের সংসদ অনুমোদন দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। বৃটেনের সংসদ ইতোমধ্যে এ চুক্তিকে অনুমোদন দিয়েছে। 

এ দিন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরো বলেন, এ চুক্তির একটি বড় সুবিধা হচ্ছে, বাণিজ্যিক সংঘর্ষ মোকাবিলার পদ্ধতি নির্দিষ্ট করা। এতে বিভিন্ন ধরনের বাণিজ্যিক সংঘর্ষের জন্য ধারাবাহিক মোকাবিলার উপায় বর্ণিত হয়। 

তিনি বলেন,  “আমি বলতে চাই যে, আমরা এ ধরনের উপায় ব্যবহার করতে চাই না। কিন্তু প্রয়োজনীয় সময়ে কোন সন্দেহ নেই যে, এটা আমরা ব্যবহার কবর। সম্পূর্ণভাবে বাণিজ্যিক চুক্তি ও ব্রেক্সিট চুক্তির মেনে চলা নিশ্চিত করার জন্য এ ধরনের বাণিজ্যিক টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণভাবে আলোচনার ভিত্তিতে এ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। তা দু’পক্ষের স্বীকৃতি পেয়েছে।” 

পরিকল্পনা অনুসারে, ইউরোপীয় সংসদ আজ এ চুক্তির উপর ভোট দেবে। বিশেষজ্ঞরা মনে করেন, এ চুক্তি সংসদে সহজেই পাশ হবে। 

এপ্রিল ২৮ , ২০২১
চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ