আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর সাইয়েদ আব্দুল্লা জামি। তিনি বাংলাদেশের চিকিত্সক লাইসেন্স পাওয়া একজন বিদেশি চিকিত্সক। ২০১৭ সালে তিনি নান ছাং বিশ্বিদ্যালয়ের স্নাতক ডিগ্রী লাভ করেন। পরে চীন সরকারের স্নাতকোত্তর বৃত্তি পেয়ে নিংসিয়া চিকিত্সা বিশ্ববিদ্যালয়ের হাড় বিভাগের স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করছেন। বিগত কয়েক বছর ধরে তিনি নিংসিয়া চিকিত্সা বিশ্ববিদ্যালয়ের সাধারণ হাসপাতালে কর্মরত আছেন। তিনি চীনকে ভালবাসেন। চীনা সংস্কৃতিও ভালবাসেন। একজন বিদেশী চিকিত্সা বিশেষজ্ঞ হিসেবে তিনি চীনের তৈরী টিকাকে কিভাবে মূল্যায়ন করেন? চলুন কথা বলি তাঁর সঙ্গে।