এপ্রিল ২৭: গতকাল (সোমবার) বিকেলে চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউচৌ শহর পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এসময় তিনি লিউচৌ শিল্প গ্রুপ লিমিটেড কোম্পানি, স্থানীয় লুওসি রাইস নুডলস কারাখানাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
১৯৫৮ সালে লিউচৌ শিল্প গ্রুপ প্রতিষ্ঠিত হয়। এটি চীনের শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানগুলোর অন্যতম এবং সারা বিশ্বে ২০টির বেশি শাখা রয়েছে এর। কোম্পানির ক্রেতারা বিশ্বের ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। কম্পানির মোট বিক্রির পরিমাণও বিশ্বের শীর্ষস্থানে রয়েছে।
লিউচৌ লুওসি রাইস নুডলস বিশ্বে জনপ্রিয় চীনা খাবারগুলোর অন্যতম। বিশ্বের ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে এই নুডলস বিক্রি হয়। সাম্প্রতিক বছরগুলোতে লুওসি রাইস নুডলস উত্পাদন শিল্প দ্রুত উন্নত হয়েছে। ২০২০ সালে প্যাকেজ রাইস নুডলসের মোট বিক্রির পরিমাণ ছিল ১১০০ কোটি ইউয়ান। স্থানীয় শহরবাসীদের জন্য ৩ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছে কম্পানিটি। (সুবর্ণা/আলিম/রুবি)