হাইনান অবাধ বাণিজ্যিক বন্দরের নির্মাণকাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবস্থা প্রকাশিত
2021-04-27 10:56:40

এপ্রিল ২৭: হাইনান অবাধ বাণিজ্যিক বন্দরের নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া সংশ্লিষ্ট আরেকটি সুখবর এসেছে। “ হাইনান অবাধ বাণিজ্যিক বন্দরের নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট ব্যবস্থা” গতকাল (সোমবার) প্রকাশিত হয়েছে। 

         
পণ্যবাণিজ্য ও সেবাবাণিজ্য—এই দু’খাতে মোট ২৮টি নীতিবিধি বা ব্যবস্থা রয়েছে, যা হাইনান অবাধ বাণিজ্যিক বন্দরকে আরও অবাধ ও সুবিধাজনক করবে। 

জানা গেছে, ২৮টি নীতিবিধির মধ্যে, ১৩টি নীতি পণ্যবাণিজ্য আরও অবাধ ও সুবিধাজনক করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। ১৫টি নীতি সেবাবাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অবাধ বাণিজ্যিক অঞ্চল বিষয়ক বিভাগের প্রধান থাং ওয়েন হং গতকাল বেইজিংয়ে জানান, নতুন প্রকাশিত ব্যবস্থাসমূহের মধ্যে পর্যটন শিল্প, আধুনিক সেবা শিল্প এবং উচ্চ মান ও নতুন প্রযুক্তি বিষয়ক শিল্প সংক্রান্ত ব্যবস্থা রয়েছে। 

তিনি বলেন,“হাইনানে অফশোর আন্তর্জাতিক বাণিজ্য, ডিজিটাল বাণিজ্য, প্রযুক্তিবিষয়ক বাণিজ্য ও সাংস্কৃতিক বাণিজ্য উন্নয়নের খাতে সমর্থন দেয়া হবে। আন্তর্জাতিক কনভেনশান অ্যান্ড এক্সিবিশান কেন্দ্র ও দেশের সংস্কৃতি রপ্তানির বেস নির্মাণের জন্যও সমর্থন দেওয়া হবে। পাশাপাশি, উদ্ভাবনি সেবা বাণিজ্যের আন্তর্জাতিক সহযোগিতার মোডকেও উৎসাহিত করা হবে। হাইনানের নিজের বৈশিষ্ট্যময় সুবিধা শিল্পসমূহের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। অব্যাহতভাবে হাইনানে বাণিজ্যিক উন্নয়নের পরিবেশ উন্নত করা হবে।”

হাইনান প্রদেশের সরকারের উপ-মহাসচিব সুন সি ওয়েন জানান, বিগত তিন বছরে, হাইনানে বাণিজ্য খাতে সংস্কারের গতি দ্রুততর হয়েছে; বাণিজ্যিক উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নকে গভীরতর করা হয়েছে; এবং বিদেশি বাণিজ্যের খাতের স্থিতিশীল উন্নয়নকে ত্বরান্বিত করা হয়েছে। উচ্চ গুণগতমান, উচ্চ মানসম্পন্ন প্রযুক্তি ও উচ্চ মানসম্পন্ন সংযোজিত মূল্যবিষয়ক পণ্যের রপ্তানির পরিমাণ বাড়ছে। যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের রপ্তানির পরিমান গোটা হাইনান প্রদেশের রপ্তানির পরিমানের প্রায় ২৫ শতাংশ। শুল্কমুক্ত পণ্যের আমদানিও আগের চেয়ে ২৬০ শতাংশ বেড়েছে। পাশাপাশি, অফশোর বাণিজ্যের উন্নয়নের গতি অতি দ্রুত। বিদেশি বাণিজ্যের প্লাটফর্ম নির্মাণে ইতিবাচক সুফল পাওয়া গেছে। ইয়াং ফুতে মোট ৩৩টি দেশের ৪২৫টি বিদেশি বাণিজ্যিক শিল্পপ্রতিষ্ঠান আকৃষ্ট হয়েছে।

ভবিষ্যতের উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন,“হাইনান আসিয়ান ও অন্যান্য ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশসমূহের সাথে বাণিজ্যিক নেটওয়ার্ক আরও উন্নত করবে। বাণিজ্য সমন্বয় ও নিশ্চিত করার মেকানিজম আরও উন্নত করা হবে। উচ্চ গুণগতমানের উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য আরও ইতিবাচক প্রচেষ্টা চালানো হবে।”

এপ্রিল ২৭ , ২০২১
চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ