‘ঠিক তোমার স্নেহের মত’
2021-04-27 19:11:20

‘ঠিক তোমার স্নেহের মত’_fororder_cai

ছাই ছিন ১৯৫৭ সালের ২২ ডিসেম্বর চীনের তাইওয়ান প্রদেশের কাও সুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পী, অপেরা অভিনেত্রী এবং উপস্থাপিকা।

 

১৯৭৯ সালে ছাই ছিন ‘ঠিক তোমার স্নেহের মত’ গানটি নিয়ে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত দুনিয়ায় প্রবেশ করেন। ১৯৮১ সালে ছাই ছিনের অ্যালবাম ‘তোমার দৃষ্টি’ প্রকাশিত হয়। ১৯৮২ সালের সেপ্টেম্বরে ছাই ছিনের অ্যালবাম ‘এক হাজার বসন্ত’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন ছাই ছিনের কণ্ঠে ‘চাং সানের গান’।  গানের কথা এমন:  আমি তোমাকে নিয়ে চার দিক উড়ে দেখবো। আমি তোমাকে নিয়ে বিশ্ব ভ্রমণ করবো। দুঃখ নেই, চিন্তা নেই, অবাধ জীবন অনেক বেশী সুখী হয়। দুঃখকে ভুলে গেলে দূরে কোথাও যাবো। যদিও সুন্দর পোশাক নেই, তবে মন ভরে আছে আশার আলোয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছাই ছিনের গান ‘তোমাকে পড়া’। গানের কথা এমন: তোমাকে হাজার বার পড়লেও বিরক্তি লাগে না। তোমাকে পড়া যেন মার্চের বসন্তের অনুভূতি। রোম্যান্টিক ঋতু, মনোমুগ্ধকর কবিতা। হ্যাঁ, তোমাকে হাজার বার পড়লেও বিরক্তি লাগে না, তোমাকে পড়ে যেন বসন্তের অনুভূতি পাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছাই ছিনের গান ‘তোমার দৃষ্টি’। গানের কথায় বলা হয়:  যেন হাল্কা বৃষ্টি আমার মনে পড়ছে। সেই অনুভূতি অনেক রহস্যময়। আমি মাথা উচু করে তোমাকে দেখি, তবে তোমার মুখে কোনো ভাব নেই। যদিও কোনো কথা নেই, তবে তোমাকে ভুলে যাবো না। ভুলে যাবো না তোমার উজ্জ্বল এবং সুন্দর দৃষ্টি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, এর নাম ‘ঠিক তোমার স্নেহের মত’। গানের কথাগুলো এমন: কোনো এক বছরের কোনো মাসের কোনো এক দিন, ঠিক যেন এক ভাঙা মুখের মত। বিদায় বলা কঠিন ব্যাপার, আচ্ছা, সব কিছু দূরে যাক। তা সহজ নয়, তবে আমরা কেউ কাঁদি নি। এই পর্যন্ত অনেক বছর হয়েছে, আমার স্মৃতি কখনোই থেমে যায় নি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছাই ছিনের গান ‘গ্রামের ছোট পথ’। গানের কথাগুলো এমন: গ্রামের ছোট পথে হাঁটা, ও বাসায় ফেরা গরু আমার সঙ্গী। নীল আকাশের সঙ্গে সূর্যাস্ত, আমার বুকে সাজানো হয়। রঙিন মেঘ হল সন্ধ্যারাগের পোশাক, পশুপালন শিশুর গান বাতাসে ভেসে আসে। কত দুঃখ, কত চিন্তা-- সবই সন্ধ্যার বাতাসের সঙ্গে দূর হয় এই গ্রামের ছোট পথে।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই ছিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/এনাম/সুবর্ণা)