এপ্রিল ২৭: ‘বৈশ্বিক পরিবেশের অপূর্ব জটিলতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমাজের উচিত অপূর্ব উচ্চাকাঙ্ক্ষা ও সাহস নিয়ে নিজের দায়িত্ব পালন করা এবং মানবজাতি ও প্রকৃতির অভিন্ন জীবন কমিউনিটি গঠনে সম্মিলিত প্রচেষ্টা চালানো।’ সম্প্রতি বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অনলাইনে জলবায়ু শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি প্রথম বারের মতো মানবজাতি ও প্রকৃতির অভিন্ন জীবন কমিউনিটির ধারণা সার্বিকভাবে ব্যাখ্যা করেন এবং বিশ্ব পরিবেশ প্রশাসনে চীনের প্রস্তাব তুলে ধরেন। বিস্তারিত শুনুন আজকের টপিক অনুষ্ঠান, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।