‘আনহে ছিয়াও’
2021-04-26 17:05:46

‘আনহে ছিয়াও’_fororder_微信图片_20210426165844

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে ‘আনহে ছিয়াও’ নামের গান শোনাতে চাই। গেয়েছেন সং দং ইয়ে। আনহে মানে শান্ত, ছিয়াও মানে সেতু। গানটির কথা এমন: যাক, তোমাকে আরো দেখবো, দক্ষিণ থেকে উত্তরে। পঞ্চম রিং রোড আমার চোখ অন্ধ করার মতো। তুমি আরেক বার বলবে যে, সেদিন বাক্স ধরা মেয়ে ও ঘাম মুছে দেয়ার পুরুষের গল্প। আমি জানি যে, সে গ্রীষ্মকাল তরুণের মতো চেলে গেছে এবং ফিরে আসতে পারবে না। আমি জানি যে, আগের মিথ্যা কথা তরুণের সঙ্গে যেতে পারে। আমি শহরে আটকা পড়ে তোমাকে স্মরণ করি। আমি আরেকবার শরত্কালের মদ খেতে চাই, এরপর দক্ষিণ দিকে যাবো। অচিরে আমি আরেক বার শুনতে চাই যে, সবচেয়ে সুন্দর কথা হল তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানি যে, সে গ্রীষ্মকাল তোমার মতো ফিরে আসবে না। আমি কারও জন্য অপেক্ষা করবো না। আমি জানি যে, এ বিশ্বে প্রতিদিন দুঃখের বিষয় ঘটে, সেজন্য তুমি ভাল থাকবে। বিদায় নেবে।

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী সং দং ইয়ে’র কন্ঠে ‘আনহেছিয়াও’ শীর্ষক গান। তিনি ১৯৮৭ সালের ১০ নভেম্বরে বেইজিংয়ে আনহে সেতু’র কাছে জন্মগ্রহণ করেন। তিনি একজন লোকগান কন্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। ২০০৯ সাল থেকে তিনি ওয়েবসাইটে সংগীত প্রকাশ শুরু করেন। ২০১২ সালে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। ২০১৩ সালের অগাষ্ট মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মিস দং’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা শুনছিলেন কন্ঠশিল্পী সং দং ইয়ে’র কন্ঠে গানটি। এখন আমি আপনাদেরকে একটি ব্যান্ডের ’১০ হাজার বার দুঃখ’ শীর্ষক গান শোনাবো। ব্যান্ডের নাম হল ‘থাওফাওজিহুয়া’। এর মানে পলায়নের পরিকল্পনা বা ইসকেপ প্ল্যান। গানটি ২০১১ সালে রিলিজ হয়। ব্যান্ডটির সদস্যরা গানটির সুর রচনা করেছেন এবং কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

‘আনহে ছিয়াও’_fororder_微信图片_20210426165840

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড থাওফাওজিহুয়া’র কন্ঠে ‘১০ হাজার বার দুঃখ’ নামের গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ওয়াং চেংয়ের কন্ঠে গান শোনাবো। ১৯৯৭ সালে তাঁর রচিত সংগীত বিখ্যাত নারী কন্ঠশিল্পী হান হংয়ের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ১৯৯৯ সালে তিনি ‘মিয়াও’ নামের ব্যান্ড গড়ে তোলেন। তিনি হলেন ব্যান্ডটির কীবোর্ড প্লেয়ার ও প্রধান গায়ক। ব্যান্ডটি তখন বেইজিংয়ে খুবই জনপ্রিয় ছিল। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘যত পরিষ্কার তত আনন্দ’ শীর্ষক গান।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেংয়ের কন্ঠে ‘যত পরিষ্কার তত আনন্দ’ শীর্ষক গান। ২০০৬ সালে তিনি সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৯ সালে তিনি নবম ‘শীর্ষ চীনা সঙ্গীত’ প্রতিযোগিতার (Top Chinese Music) মূল ভূভাগের শ্রেষ্ঠ কন্ঠশিল্পী, সংগীত প্রযোজক ও অ্যালবামের পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমরা সবাই ভাল শিশু’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। ওয়াং চেং নিজস্ব গানটির সুর রচনা করেছেন এবং কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী ওয়াং চেংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী চাং আই জিয়া’র কন্ঠে ‘ভালোবাসার মূল্য’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। বিখ্যাত্ সুরকার লি জং শেং গানটির সুর রচনা করেছেন এবং কথা লিখেছেন। গানটি এখনো খুবই জনপ্রিয়। গানটি কয়েকটি টিভি সিরিজের থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn ‘গানের অনুরোধ’ আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)