চীনের প্রাচীন ছিংয়ান শহর বিদেশীদের আকর্ষণ করছে
2021-04-26 13:35:07

চীনের প্রাচীন ছিংয়ান শহর বিদেশীদের আকর্ষণ করছে_fororder_3-2

চীনের প্রাচীন ছিংয়ান শহর বিদেশীদের আকর্ষণ করছে_fororder_3-1

চীনের প্রাচীন ছিংয়ান শহর বিদেশীদের আকর্ষণ করছে_fororder_3-5

চীনের প্রাচীন ছিংয়ান শহর বিদেশীদের আকর্ষণ করছে_fororder_3-3

চীনের প্রাচীন ছিংয়ান শহর বিদেশীদের আকর্ষণ করছে_fororder_3-4

এপ্রিল ২৬, সিএমজি বাংলা, ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের ছিংয়ান দেশের চারটি প্রধান প্রাচীন শহরের মধ্যে একটি। রাজধানী ছিংয়ান প্রাচীন শহরটি কুইয়াং নগরী থেকে ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরটি প্রায় ৬০০ বছরের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে চলছে।

১৩৬৮ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত মিং ও ছিং রাজবংশের রাজত্ব ছিলো এ রাজ্যে। তাদের শাসন আমলের পুরানো ভবনের কারুকার্যগুলো এখনো  সাজানো ও সংরক্ষিত রয়েছে। প্রাচীন শহর হিসেবে বিদেশী পর্যটকরা এখানে ঘুরতে খুব পছন্দ করেন। তাদের আকৃষ্ট করতে প্রাচীন নিদর্শনগুলি ঢেলে সাজানো হয়েছে। সম্প্রতি ‘এ ডেইট উইথ চায়না’ নামে আন্তর্জাতিক গণমাধ্যম সফরের আয়োজন করা হয়। এতে দেশটির গণমাধ্যমকর্মীরা, বিদেশি সাংবাদিক ও চীনা ইন্টারনেট সেলিব্রেটিরা অংশ নেন। গত রোববার অংশগ্রহণকারীরা প্রাচীন শহর ছিংয়ান পরিদর্শন করেছেন। ঐশী/শান্তা

 তথ্য ও ছবি: চায়না ডেইলি