রোববারের আলাপন-পুরোদমে চলছে শীতকালীন অলিম্পিক গ্রামের নির্মাণ
2021-04-25 17:42:07

 


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

আকাশ: বন্ধুরা, ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনের ৩০০ দিনের চেয়েও কম সময় রয়েছে। এখন শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়ামের নির্মাণকাজের অবস্থা কেমন? তা জানতে, আজ আমরা একসাথে হ্য পেই প্রদেশের চাং চিয়া খো শহরে গিয়ে একটু ঘুরে দেখব। কেমন?

২০১৭ সাল থেকে চাং চিয়া খো শহর শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও স্থাপনা নির্মানের কাজ শুরু করে। পরিকল্পনা অনুসারে শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়াম, ছোংলি অলিম্পিক ফরেস্ট পার্কসহ নানা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্টেডিয়ামের পাশাপাশি  শীতকালীন অলিম্পকি গেমসের গ্রাম নির্মাণও সুষ্ঠুভাবে চলছে। শীতকালীন অলিম্পকি গেমসের গ্রামে মোট ৩১টি ভবন থাকবে। তাতে মোট ১,৬৬৮টি ঘর ও ২,৭৩৭ টি বিছানা স্থাপন করা হবে। খেলোওয়াড়দের ঘরের রং হবে হালকা। নির্মাণ প্রতিষ্ঠানের এক প্রকৌশলী সাংবাদিকদের বলেন, “এটি আসলে খেলোওয়াড়দের জন্য একটি উষ্ণ ও আরামদায়ক পরিবেশ তৈরির প্রচেষ্টা।” 
জানা গেছে, শীতকালীন অলিম্পিক গেমসের গ্রামকে সবুজ এবং নবায়নযোগ্য করে নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি, ওই গ্রামে বায়ু বিদ্যুত এবং বৃষ্টিপানির পুনর্ব্যবহারোপযোগি করার ব্যবস্থা রয়েছে। শীতকালীন অলিম্পিক গেমসের পর গ্রামটিকে স্থানীয় অধিবাসীদের বসবাসে পরিণত করতেই এসব ব্যবস্থা। 
ভাই, আপনি কী বলেন?
এনাম:...