‘ছোট চুল’
2021-04-25 19:41:29

‘ছোট চুল’_fororder_liang

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লিয়াং ইয়ুং ছি, ১৯৭৬ সালের ২৫ মার্চ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন নারী কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেতা।

 

স্কুলে লেখাপড়ার সময় লিয়াং ইয়ুং ছি’র সুন্দর চেহারা এবং বিশেষ শৈল্পিক প্রতিভা খুঁজে পায় বিনোদন কোম্পানি। সেসময় তিনি চীনের বিখ্যাত অভিনেতা লিউ দ্য হুয়া’র সঙ্গে ‘Full Throttle’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মাধ্যমে লিয়াং ইয়ুং ছি ১৫তম হংকং হংকং ফিল্ম আওয়ার্ডসের শ্রেষ্ঠ নতুন অভিনেত্রীর মনোনয়ন পান।  

 

১৯৯৭ সালে লিয়াং ইয়ুং ছি’র অ্যালবাম ‘ছোট চুল’ তাইওয়ানে প্রকাশিত হয়। ১৯৯৯ সালে তাঁর অ্যালবাম ‘তাজা’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র কণ্ঠে ‘টুডে’ নামের গানটি। গানের কথায় বলা হয়: বিদায়, এই মুহূর্ত আমি ভুলে যাবো না। বন্ধু, বিদায় দিয়ে আগামীকাল পরস্পর পথে চলে। আগে আমরা একসাথে কাঁদি ও ঘুমাই, বিদায়ের সময়ও পরস্পরকে হাসিমুখ দেখাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘ভালোবাসার মূল্য’। গানের কথায় বলা হয়: যৌবনের স্বপ্ন মনে আছে? যেন অমর ফুলের মত, আমার সঙ্গে বৃষ্টি ও বাতাস লড়াই করে। দেখুন, এই বিশ্বের পরিবর্তন, দেখুন, সব কাজে অস্থিরতা। ভালোবাসার জন্য যে মূল্য দিয়েছি, তা চিরদিনে মনে থাকবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘একটি ইচ্ছার কথা বলো’। গানের কথাগুলো এমন: আমি স্মৃতির সৌন্দর্য পর্যালোচনা করতে পছন্দ করি, এই কারণে আমি আরো কৃতজ্ঞ হই। এখন কে তোমার আনন্দ শুনতে পারে। অনেক দিন দেখা হলো না, শুভেচ্ছা তোমার জন্য। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং ইয়ুং ছি’র গান ‘প্রচুর বাতাস’। গানের কথায় বলা হয়: পুরো রাত, আমি ঘুমাতে পারি না, আমি শুধু তোমার মুখ ভুলে যাই। গতকাল ভুলে যাই, আমি সব অশ্রু মুছে ফেলি, প্রচুর বাতাস, কাকে ভালোবাসি। প্রচুর বাতাস, অশ্রু বাতাসে ওড়ে।

আচ্ছা, শুনুন এই গান।

 

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)