শেষ হল ১২৯তম কুয়াং চৌ রপ্তানি পণ্যদ্রব্য মেলা
2021-04-25 16:13:23

এপ্রিল ২৫: চীনের ১০ দিনব্যাপী ১২৯তম কুয়াং চৌ রপ্তানি পণ্যদ্রব্য মেলা গতকাল (শনিবার) অনলাইনে শেষ হয়েছে। এবারের মেলায়  মোট ২ লাখ ৬০ হাজার শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তাদের পণ্যের ব্যাপক বিক্রি হয় প্রদর্শনীতে। কারণ তাতে মোট ২২০টি দেশ ও অঞ্চলের ক্রেতারা অনলাইনে অংশ নেন ও বিপুল কেনাকাটা করেন। এবার তৃতীয় বারের মতো অনলাইনে কুয়াং চৌ মেলার আয়োজন করা হয়।এ সম্পর্কে বিদেশি ক্রেতাদের প্রতিক্রিয়া কী? আজকে আমরা এ ব্যাপারে একটু খুঁজ-খবর নেব।কেমন?

       
মহামারীর কারণে কুয়াং চৌ রপ্তানি পণ্যদ্রব্য মেলা আবারও অনলাইনে হয়।বিদেশি ক্রেতারা এতে ব্যাপক সমর্থন দেন। যুক্তরাষ্ট্রের একটি বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জেনিফার প্যাটন টানা তিনবারই এ মেলায় অনলাইনে অংশগ্রহণ করেন।  
তিনি জানান, মহামারীর প্রভাবে ই-বাণিজ্য অতিদ্রুত বিকাশ লাভ করছে। ফলে তাঁরাও আগের চেয়ে এখন বেশি কেনাকাটা করেন। 

তিনি বলেন, “আমরা জোতা, ফার্নিচার, ও গৃহসামগ্রী ইত্যাদী কিনেছি। কুয়াং চৌ মেলার রূপ আগের চেয়ে পরিবর্তন হয়েছে। আমাদের দূর থেকে আসার দরকার নেই। অনলাইনে নতুন সরবরাহকারীদের খুঁজতে পারি।”

এবারের কুয়াং চৌ রপ্তানি পণ্যদ্রব্য মেলায় মোট ৫০টি প্রদর্শনী এলাকা ছিল। এতে দেশ বিদেশের মোট ২৬ হাজার শিল্পপ্রতিষ্ঠান ছবি, লেখা, ভিডিওসহ নানা পদ্ধতির মাধ্যমে তাঁদের নতুন পণ্য প্রদর্শন করেছে। 

কুয়াং চৌ রপ্তানি পণ্যদ্রব্য মেলার উপপরিচালক ছু সি চিয়া জানান, এবারের মেলায় নতুন পণ্যের পরিমাণ গত বারের চেয়ে ১২.৩ শতাংশ বেশি ছিল। নতুন প্রযুক্তি, নতুন কাঁচামাল, ও নতুন উতপাদন পদ্ধতি প্রয়োগের পণ্যসমূহ খুব বেশি জনপ্রিয় ছিল। 

তিনি বলেন, “মহামারী দেখা দেওয়ার পর, বাসায় থেকে অফিসের কাজ করা ও যোগাযোগহীন জীবন জনপ্রিয় হয়েছে। এজন্য আমরা দেখতে পারি যে, এবারের মেলায় কতিপয় ডিজিটাল গৃহসামগ্রীর উপর অধিক ক্রেতাদের নজর ছিল।”

তিনি আরো জানান, এবারের মেলা দেশ বিদেশের শিল্পপ্রতিষ্ঠানসমূহের প্রশংসা অর্জন করেছে। বৈশ্বিক পণ্য সরবরাহ চেইনকে উন্নত করেছে এবং বৈশ্বিক অর্থনীতির পূণরুদ্ধারকে ত্বরানিত্ব করেছে। 

রাশিয়ার এশিয়ান শিল্প উদ্যোক্তা সমিতির অন্যতম কর্মকর্তা লিউ ওয়েই নিং ৯৮তম কুয়াং চৌ রপ্তানি পণ্যদ্রব্য মেলা থেকে অংশগ্রহণ করে আসছেন।

 তিন বলেন,  “আমরাও আশা করি, মহামারী দ্রুত শেষ হবে। তারপর কুয়াং চৌ মেলা আবার অফলাইনে আযোজিত হবে। তখন বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা আবার কুয়াং চৌতে একত্রিত হতে পারবেন। তখন মেলা অনলাইনেও অব্যাহত থাকবে। দুইভাবেই মেলা চললে এটি আরো ভাল ফলাফল অর্জন করতে পারবে।”

এপ্রিল ২৫ , ২০২১
চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ