সিয়াও চিংথেং
2021-04-25 14:29:19

সিয়াও চিংথেং বা জাম হিশিয়াও ১৯৮৭ সালের ৩০ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনা ভাষার একজন জনপ্রিয় পপসঙ্গীত শিল্পী, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা এবং সঙ্গীত প্রযোজক।

সিয়াও চিংথেং_fororder_src=http___pic1.win4000.com_wallpaper_9_526f9dd35c4ff&refer=http___pic1.win4000

দুই হাজার সাত সালে তিনি তাইওয়ানের এক বিখ্যাত প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করেন। পরের বছর তিনি তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। অ্যালবাম প্রকাশিত হবার প্রথম সপ্তাহে তিনি “জি-মিউজিক” ও “ফাইভ মিউজিক” তালিকায় প্রথম স্থান লাভ করেন। তিনি অ্যালবামটির জন্য ২০তম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পী মনোনীত হন। তিনি ২০০৯ সালে তাইপেইতে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। একই বছর তিনি ৩১তম সেরা দশটি চীনা সোনার গানের পুরষ্কারে সবচেয়ে প্রতিশ্রুতিশীল নতুন প্রতিভা পুরষ্কার জিতেন। আচ্ছা শ্রোতাবন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের সিয়াও চিংথেংয়ের একটি গান শোনাব, গানের নাম “নতুন অন্তহীন প্রেম”। শুনুন তাহলে গানটি। 

সিয়াও চিংথেং_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20171011_86216a2258294312b69e7dab69f2c03f.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

“ফেই’য়ের ছোট প্রজাপতি” সিয়াও চিংথেংয়ের ২০০৯ সালে প্রকাশিত একটি গান। তিনি বলেছিলেন যে, গানের মাধ্যমে সঙ্গীতের প্রতি তাঁর ভালবাসা প্রকাশিত হয়। সঙ্গীত তাঁর জন্য সবকিছু। গানের লিরিক্স ও সঙ্গীত রচয়িতার সঙ্গে প্রথমবারের মতো তিনি এ গানটি করেন। তাঁর জন্য খুবই বিশেষ এবং তাত্পর্যপূর্ণ এটি। আচ্ছা বন্ধুরা, তাহলে এখনই আমি আপনাদের গানটি শোনাচ্ছি, কেমন? শুনুন তাহলে গানটি। 

সিয়াও চিংথেং_fororder_u=4047194310,571584860&fm=26&fmt=auto&gp=0

“দুর্ঘটনা” সিয়াও চিংথেংয়ের ২০১১ সালে প্রকাশিত একটি অ্যালবাম। এটি অ্যালবামের শিরোনাম সঙ্গীত। এটি ২০১২ সালের জুনে দ্বিতীয় গ্লোবাল চাইনিজ গোল্ডেন চার্টে বার্ষিক টপ-২০ গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস জিতে। এছাড়া, অ্যালবামে “তুমি কেন বলো, আমি তোমাকে ভালোবাসি না” নামের গানও অন্তর্ভূক্ত হয়। তাহলে বন্ধুরা, এখন আমি একই অ্যালবামের দু’টো গান একসঙ্গে আপনাদের শোনাচ্ছি, কেমন? আশা করি, গানগুলি আপনাদের ভালো লাগবে। শুনুন তাহলে গানটি। 

সিয়াও চিংথেং_fororder_u=3240752850,1158807715&fm=26&fmt=auto&gp=0

“শ্রুতিমধুর ভালবাসা” গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সিয়াও চিংথেংয় এর সঙ্গীত রচনা করেন। গানটি তাঁর ২০০৮ সালে প্রকাশিত একটি অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। আসলে প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় তিনি গানটি বিশেষভাবে সৃষ্টি করেন। গানটি ইন্টারনেটে অনেক সময় ধরে জনপ্রিয় ছিল। তিনি  ২০০৮ সালে একই নামের অ্যালবামে বোনাস ট্র্যাক হিসেবে গানটি যোগ করেন। আচ্ছা বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো, কেমন?

সিয়াও চিংথেং_fororder_u=748319154,2377710973&fm=26&fmt=auto&gp=0

“রাণী” সিয়াও চিংথেংর ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত একটি গান। এটি একটি সঙ্গীত আইডল কলাম নাটকের জনপ্রিয় গান। গানের গায়ক সিয়াও চিংথেং মনে করেন, গানের নামই সঙ্গীতের প্রতি তাঁর লক্ষ্য ব্যাখ্যা করেছে। সঙ্গীত তাঁর রাণী। তিনি মনে করেন, গানটি ভালোবাসার প্রত্যয় প্রকাশ করেছে। মারা গেলেও দৃঢ়ভাবে ভালোবাসতে হবে। সঙ্গীতের প্রতি প্রত্যয় বাস্তবায়ন করার জন্য সব রকমের চেষ্টা চালাতে হবে। তাহলে বন্ধুরা, এখন গানটি শুনুন। 

সিয়াও চিংথেং_fororder_src=http___n.sinaimg.cn_sinakd20200428ac_579_w640h739_20200428_0fdc-isuiksn9796201&refer=http___n.sinaimg

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম “প্রিন্সের নতুন জামাকাপড়”। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/এনাম)