আকাশ ছুঁতে চাই (১৮) : অনেক বেশি পড়া, তার চেয়ে কম লেখা ও প্রকাশ করা দরকার
2021-04-23 15:12:56

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত রয়েছে:
১। সাক্ষাত্কার: আজকের অতিথি তাহমিনা কোরাইশী, তিনি কবি ও গল্পকার। ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। 
২। চীনের বিখ্যাত নারী: লি লানচুয়ান
৩। একটি চাকরি কীভাবে জীবন বদলে দিল
৪। চলে গেলেন কবরী
---------------------------------------------------------------


সাক্ষাত্কার: অনেক বেশি পড়া, তার চেয়ে কম লেখা এবং তার চেয়েও কম প্রকাশ করা দরকার —  তাহমিনা কোরাইশী
 

আকাশ ছুঁতে চাই (১৮) : অনেক বেশি পড়া, তার চেয়ে কম লেখা ও প্রকাশ করা দরকার_fororder_b1

তাহমিনা কোরাইশী

তাহমিনা কোরাইশী দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লেখালেখি করছেন। তিনি গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শিশুসাহিত্য রচনা করেছেন। সবমিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭।  বাংলাদেশ লেখিকা সংঘ পদকসহ দেশে ও বিদেশে বিভিন্ন পদক ও সম্মাননাপেয়েছেন। তিনি বাংলাদেশ বিমানে ২৭ বছর চাকরি করেছেন। তিনি বারোটির বেশি দেশ ভ্রমণ করেছেন। বললেন, `অন্য দেশের নারীর জীবনও দেখেছি। সব দেশের নারীর জীবনেই সংগ্রাম রয়েছে। তবে আমাদের দেশের নারীরা সম্পর্ককে ধরে রাখার জন্য অনেক বেশি ত্যাগ স্বীকার করে।‘
নতুন যারা লেখালেখি করছেন তাদের উদ্দেশ্যে তার পরামর্শ হলো, `অনেক বেশি পড়া, তার চেয়ে কম লেখা এবং তার চেয়েও কম প্রকাশ করা। শুধু লেখার জন্য লেখা নয়, বরং জেনে বুঝে তবেই লেখা উচিত। একটি কবিতা বা গল্প লেখা হলেই সেটি প্রকাশের জন্য ব্যস্ত না হয়ে বরং কয়েকদিন অপেক্ষা করে সেটি মান সম্পন্ন হয়েছে কিনা তা বিবেচনা করা প্রয়োজন।‘ 
তিনি পারিবারিকভাবেই নারী পুরুষের সমমর্যাদার চেতনা নিয়ে বেড়ে উঠেছিলেন। তার সকল বোনই সুশিক্ষিত।  
--------------------------------------------------------------

চলে গেলেন কবরী
 

আকাশ ছুঁতে চাই (১৮) : অনেক বেশি পড়া, তার চেয়ে কম লেখা ও প্রকাশ করা দরকার_fororder_b2

সারাহ বেগম কবরী


কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। বিংশ শতাব্দীর ষাট ও সত্তর দশকের সাড়া জাগানো অভিনেত্রী তিনি।  ১৯৫০ সালে চট্টগ্রামের বোয়ালখালীতে পাল পরিবারে জন্ম তাঁর। মিনা পাল নামে ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে আগমন ঘটে কালজয়ী এ জনপ্রিয় নায়িকার।  
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় দিয়েই সিনেমাজগতে অভিষেক ঘটে কবরীর। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি।  
অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক-সহ অসংখ্য সিনেমায়। জহির রায়হানের নির্মিত উর্দুছবি ‘বাহানা’,ছাড়াও রংবাজ’ ‘সারেংবউ’, ‘সুজনসখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয় কেড়েছেন এ অভিনেত্রী। এছাড়াও চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমাতেও অভিনয় করেছেন মিষ্টিমেয়ে খ্যাত কবরী। 
তাঁর চলচ্চিত্রের অর্ধশতকে আশ্চর্য সফলতার গল্প রয়েছে অভিনয়ে, প্রযোজনায় এবং পরিচালনায়। অভিনয় ও সিনেমা পরিচালনার বাইরে লেখালেখিও করে গেছেন। ২০১৭ সালে প্রকাশিত হয়েছে তার প্রথম আত্মজীবনী ‘স্মৃতিটুকু থাক’।
চলচ্চিত্রজগৎ থেকে রাজনীতির আঙিনায় এসে হয়েছিলেন সাংসদ। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 
অভিনেত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অধিকারী কবরী।  বাংলা ছবির ‘মিষ্টিমেয়ে’ বলে খ্যাতি পেয়েছেন দেশে। অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথমআলো আজীবন সম্মাননাসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। দর্শকচিত্তে লাভ করেছেন প্রিয় অভিনেত্রীর আসন। ‘
গত ১৭ই  এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চির বিদায় নিলেন ৭১ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেত্রী। 
--------------------------------------------------------------
জেনে নিন আমাদের ইমেইল ঠিকানা cmg.bangla@gmail.com আমাদের, ফেসবুক পেজ facebook.com/CRIbangla আর facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাত্কারগুলো ইউটিউবে দেখতে পাবেন, youtube.com/CMGbangla. 
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া, রওজায়ে জাবিদা ঐশী
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ
সার্বিক সম্পাদক: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী