পান কু : ইতিহাসের জন্য খ্যাত
2021-04-23 21:57:18

চীনের হান রাজবংশের কবি, ইতিহাসবিদ ও রাজনীতিক পান কু হান রাজবংশের ইতিহাস লেখার জন্য বিশেষভাবে বিখ্যাত। তার লেখা বই হানশু বা বুক অব হান বিশ্ব ইতিহাসেরও সম্পদ। 
হান রাজবংশের শাসনামলে বর্তমান শানসি প্রদেশে ৩২ খ্রিস্টাব্দে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন পান কু। তিনি নয় বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন। তার বাবা ও দাদা দুজনেই ছিলেন রাজদরবারের পণ্ডিত। বাবার মৃত্যুর পর ২১ বছর বয়সী পান কু ইতিহাসের বই লেখা শুরু করেন। 

পান কু : ইতিহাসের জন্য খ্যাত_fororder_w4

পান কু


তিনি ২৩ বছর বয়সে রাজপ্রাসাদের আমলা হিসেবে চাকরি পান। রাজা পান কুর কবিতা পছন্দ করতেন। রাজবংশের ইতিহাস লেখার দায়িত্ব পান তিনি। বিশিষ্ট চীনা ইতিহাসবিদ সি মা ছয়ানের বই ‘সিজি’র পর পান কুর বই ‘হান শু’কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। তিনি সিমাছিয়ানের পদ্ধতিই অনুসরণ করেছিলেন তবে তার পরিবেশিত তথ্য অনেকবেশি সঠিক ছিল। হানশু বইতে খৃষ্টপূর্ব ২০৬ থেকে খৃষ্টপূর্ব ২৩ পর্যন্ত সময়পর্বের ইতিহাস লিপিবদ্ধ করা হয়। সিজি হয়তো বেশি বিখ্যাত কিন্তু হান শুরও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। 
ইতিহাসের পাশাপাশি কবিতাও লিখেছেন তিনি। তার কবিতায় চীনের গ্রাম, চাষীদের জীবন, প্রকৃতি অত্যন্ত মনোগ্রাহীভাবে প্রতিফলিত হয়েছে। তার কবিতা সংগ্রহ লিয়েন পুফু খুব বিখ্যাত। 
৯২ খ্রিস্টাব্দে পান কু মৃত্যুবরণ করেন। তার কবিতা চীনের চিরায়ত সাহিত্যের সম্পদ। তার লেখা ইতিহাস বই, বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের বিশ্লেষণ পদ্ধতি এবং ভাষার অলংকার পরবর্তি কালের লেখক ও গবেষকদের কৌতুহল এবং গবেষণার বিষয়বস্তু হয়।
(শান্তা মারিয়া/আনন্দী)