চীনের বিখ্যাত নারী: লি লানচুয়ান
2021-04-23 15:21:29

 

চীনের বিখ্যাত নারী: লি লানচুয়ান_fororder_b4

লি লানচুয়ান


লি লানচুয়ান চীনের বিখ্যাত এপিডেমিওলজিস্ট এবং হেপাটোলজিস্ট। তিনি চেচিয়াং ইউনিভারসিটি স্কুল অব মেডিসিনের প্রোফেসর। চায়নিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের একজন একাডেমিশিয়ান এবং সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ। তিনি মহামারি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিজ্ঞানী। ১৯৪৭সালের ১৩সেপ্টেম্বর চীনের চেচিয়াং প্রদেশের শাওসিংয়ে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন লি।
তিনি মিডল স্কুলের শিক্ষক ছিলেন। পাশাপাশি চেচিয়াং চায়নিজ মেডিসিন হসপিটালে আকুপাংচার শেখেন। গ্রামের চিকিৎসক হিসেবে কাজ করতে থাকেন তিনি।
১৯৭০ সালে চীনের বিশ্ববিদ্যালয়গুলো শ্রমিক-কৃষক-সৈনিকদের ছাত্র হিসেবে গ্রহণ করা শুরু করলে লি নতুনভাবে চেচিয়াং মেডিকেল ইউনিভারসিটিতে লেখাপড়া শুরু করেন।১৯৭৩ সালে তিনি সংক্রামক ব্যাধি নিয়ে কাজ শুরু করেন।হেপাটাইটিস বি ভাইরাসের ফলে লিভার অকার্যকর হয়ে যাওয়ার ব্যাধির চিকিৎসায় তিনি ব্যাপক গবেষণা ও অবদান রাখেন এবং কৃত্রিম লিভার সিস্টেম গড়ে তোলেন।
তিনি সার্স মহামারির সময় অনেক অবদান রেখেছেন।কোভিড ১৯মহামারিতে লকডাউনের ধারণাও প্রস্তাব মূলত তারই।তিনি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে নিজের দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।
(শান্তা / আনন্দী)