কফি হাউসের আড্ডা: সুদেষ্ণা সরকারের চোখে চীনের দারিদ্র্যবিমোচন
2021-04-23 17:50:32

কফি হাউসের আড্ডা: সুদেষ্ণা সরকারের চোখে চীনের দারিদ্র্যবিমোচন_fororder_微信图片_20210423170648

(সুদেষ্ণা চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে চাল শুকানোর জন্য কাজ করছেন)

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সুদেষ্ণা সরকার। তাঁর দেশের বাড়ি ভারতের কলকাতায়। তিনি বর্তমানে বেইজিংয়ে ‘বেইজিং রিভিউ’ নামক ইংরেজি সাপ্তাহিকে পত্রিকায় কপিএডিটার হিসেবে কর্মরত আছেন। তিনি প্রায় দশ বছর ধরে চীনে কাজ করছেন। তা ছাড়া, তিনি নেপাল এবং দুবাইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। চীনের বিভিন্ন বিষয় অত্যন্ত আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করে থাকেন। সম্প্রতি তিনি এবং তাঁর সহকর্মী লি নান একসাথে চীনের দারিদ্র্যবিমোচনসংক্রান্ত ধারাবাহিক ভিডিও বানিয়েছেন। তিনি নিজেও দারিদ্র্যবিমোচনের বিভিন্ন খাতে অংশগ্রহণের চেষ্টা করেছেন। যেমন, স্কুলে পড়ানো, চাষ করা এবং অনলাইনে কৃষিপণ্য বিক্রি করা, ইত্যাদি। চলুন তাহলে, আজকের অনুষ্ঠানে চীনের দারিদ্র্যবিমোচনে তাঁর নিজের অভিজ্ঞতা নিয়ে আলাপ করি।

কফি হাউসের আড্ডা: সুদেষ্ণা সরকারের চোখে চীনের দারিদ্র্যবিমোচন_fororder_微信图片_20210423170645

(সুদেষ্ণা চীনের হ্যপেই প্রদেশের একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজী ভাষা শিখাচ্ছেন)

সুদেষ্ণার দারিদ্র্য বিমোচন সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে এ লিঙ্ক ক্লিক করুন:  

http://www.bjreview.com/Nation/202010/t20201030_800225260.html

ছবির সুত্র: পেইচিং রিভিও

(স্বর্ণা/আলিম/ছাই)