বোআও চীনের দক্ষিণাঞ্চলের একটি শহর। এশিয়ার সর্বোচ্চ প্রভাবশালী অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের স্থান হিসেবে বোআও ইতোমধ্যেই বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। চলতি বছর ফোরামের বার্ষিক সম্মেলন ১৮ এপ্রিল শুরু হয়; চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এতে বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের ২৬০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। সারা বিশ্ব এ শহরের ওপর নজর রাখছে। কারণ, চীন মহামারি নিয়ন্ত্রণে এনেছে এবং অর্থনীতি পুনরুদ্ধার করেছে, যা বিশ্বের জন্য আশার কথা।
চলতি বছর হলো বোআও এশীয় ফোরামের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এ অনুষ্ঠানে বিগত ২০ বছরে বোআও এশীয় ফোরামের পরিবর্তনশীল পথ নিয়ে আলোচনা করবো।