সিয়ু হুয়াই ইয়ু
2021-04-21 10:05:46

图片默认标题_fororder_QQ截图20210415194044

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ান প্রদেশের একজন গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম সিয়ু হুয়াই ইয়ু। তিনি প্রাণবন্ত কণ্ঠের জন্য সবার কাছে পরিচিত। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে শুনুন সিয়ু হুয়াই ইয়ুর খুব জনপ্রিয় গান- ‘আমি মেয়ে’। গানটি ১৯৯৮ সালে প্রকাশের পরই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, চলুন গানটি শুনি।  গান ১

সিয়ু হুয়াই ইয়ু ১৯৭৮ সালে তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। পরিবারের অবস্থা ভালো না হওয়ায় মাধ্যমিক স্কুলে লেখাপড়ার পাশাপাশি বাইরে কাজ করতে হয়েছিল। সংগীত পছন্দ করলেও গান শিখার সুযোগ ছিল না। অপ্রত্যাশিতভাবে তার সংগীত প্রতিভা খুঁজে পায় একটি কোম্পানি। ১৯৯৭ সালে সিয়ু একটি বিখ্যাত সংগীত কোম্পানিতে যোগ দেন। ১৯৯৮ সালে সিয়ু হুয়াই ইয়ু তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। খুব দ্রুত এর ১০ লাখ কপি বিক্রি হয়। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে সিয়ু হুয়াই ইয়ুর গাওয়া একটি সুন্দর গান ‘তোমার মনে আছে কি?’ গান ২

图片默认标题_fororder_d1d0b70990744a759853e5ec1df1f0cf

কয়েক মাস পর সিয়ু হুয়াই ইয়ু তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামেরও ১০ লাখ কপি বিক্রি হয়। এই অ্যালবামের প্রধান গান ‘সামলে যাও’ সে বছরের সবচেয়ে জনপ্রিয় গানের পুরষ্কার পায়। আর তিনিও তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় গায়িকা হয়ে ওঠেন। তখন তাঁর বয়স মাত্র ২১ বছর। বন্ধুরা, এখন শুনুন সিয়ু হুয়াই ইয়ুর প্রফুল্ল গান- ‘সামলে যাও’।  গান ৩

বন্ধুরা, এবার আমরা শুনবো সিয়ু হুয়াই ইয়ু ও তাইওয়ানের অন্য একজন জনপ্রিয় গায়ক রেন সিয়ান ছি’র সঙ্গে গাওয়া একটি দ্বৈত গান- ‘স্ফটিক’। গানটি খুব মিষ্টি প্রেমের গান। গানের কথায় আন্তরিক প্রেমকে স্ফটিকের সঙ্গে তুলনা করা হয়েছে। সিয়ু হুয়াই ইয়ুর পরিষ্কার কণ্ঠে গানটি দারুণ শোনায়। বন্ধুরা, শুনুন ‘স্ফটিক’।  গান ৪

২০০০ সাল গান গাওয়ার পাশাপাশি সিয়ু হুয়াই ইয়ু প্রথমবারের মত টিভি নাটকে প্রধান চরিত্র অভিনয় করেন ও নাটকের জন্য গান গেয়েছেন। এই টিভি নাটক চীনের মূলভূখণ্ডেও বেশ জনপ্রিয়।  অভিনেত্রী হিসেবেও সিয়ু হুয়াই ইয়ু মানুষের প্রশংসা পেয়েছেন।  ২০০১ সালে তিনি নতুন অ্যালবাম ‘Miss Right’ প্রকাশ করেন।  অ্যালবামের গান ‘খবর’ সেই বছরের গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস জয় করে। সে বছরই তিনি চীনের বিভিন্ন শহরে কনসার্ট টুর আয়োজন করেন। বন্ধুরা, এখন সিয়ু হুয়াই ইয়ুর একটি জনপ্রিয় গান ‘শুধু তোমাকে ভালোবাসি’ শুনবো।  গান ৫

图片默认标题_fororder_QQ截图20210415203633

অনেকগুলো অ্যালবাম প্রকাশ করা ও টিভি নাটকে অভিনয় করার পর স্বাস্থ্যগত কারণে ২০০৯ সাল থেকে সিয়ু হুয়াই ইয়ু গান গাওয়া ও অভিনয়ের কাজ বন্ধ করে দেন। ২০১৫ সালে তিনি নতুন গান ‘আমি’ প্রকাশ করেন। এই গানের শৈলী তার আগের গানের চেয়ে আরো বেশি পরিপক্ব হয়ে ওঠে। গানটি মুক্তির পর অল্প সময়ে চীনের ইন্টারনেটে তা এক কোটিরও বেশি ডাউনলোড হয়; যা একটি অসাধারণ সাফল্য। বন্ধুরা, এখন সিয়ু হুয়াই ইয়ুর সুন্দর গান ‘আমি’ শুনুন। গান ৬

বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদেরকে সিয়ু হুয়াই ইয়ুর আরেকটি সুন্দর গান ‘হাজারও স্বপ্ন’ শোনাবো। আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন। গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।