চীনা রেড ট্যুরিজমের সাতকাহন
2021-04-21 15:30:35

সাধারণত রেড ট্যুরিজম বা লাল পর্যটন বলতে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সমাজতান্ত্রিক বিপ্লব ও যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ভ্রমণ করাকে বুঝায়। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি ইতিহাস এবং বিপ্লবী চেতনা জানতে দেশ-বিদেশের অজস্র ভ্রমণ-পিপাসু মানুষ বছরের সব সময় সেসব স্থানে ভির করেন। বর্তমান সময়ে চীনে লাল পর্যটনের প্রবণতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে চীনে ১০ কোটির বেশি মানুষ রেড ট্যুরিজমে অংশগ্রহণ করেন এবং ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা চলাকালে প্রতি বছর চীনের পর্যটন খাতে লাল পর্যটনের অবদান ছিল ১১ শতাংশের বেশি।

সিপিসি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, ১৮৪০ থেকে ১৭০ বছর ধরে বিদেশি আগ্রাসনের বিরোধিতা, সাহসের সাথে লড়াই, নিজেদের উন্নতির সংগ্রাম, এবং কঠোর পরিশ্রমের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তির স্মৃতির সাথে জড়িত স্থানের উন্নয়ন ও সংরক্ষণ করা হয়। এভাবেই চীনের লাল পর্যটনের খাত বিস্তৃত হয়।

পর্যটকদের ব্যক্তিগত চাহিদা পূরণে সাম্প্রতিক বছরগুলোতে লাল পর্যটনের বিশেষ ট্রেন, ও বিমান চালু হয়েছে এবং এটি চীনের অভ্যন্তরীণ পর্যটন খাতের উনয়নের নতুন পয়েন্টে পরিণত হয়েছে।

গেল ছিংমিং উত্সবের ছুটিতে লাল পর্যটন বেশ জনপ্রিয় ছিল। সিনহুয়া বার্তা সংস্থার খবর অনুযায়ী, ছুটির সময়ে চিয়াং সু প্রদেশে মোট ৪ লাখ ৫৩ হাজার মানুষ লাল পর্যটন এলাকা ভ্রমণ করেছে। চিয়াং সি প্রদেশের চিং কাং শানে বেরিয়েছে ৩৪ হাজারের বেশি মানুষ। তা ২০২০ সালের ছিংমিং ছুটির তুলনায় ৪ গুণের বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, যুব সমাজের মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। অনেকে আবার পরিবার নিয়ে এসব জায়গায় ভ্রমণ করতে চায়। পচিশোর্ধ তরুণ পর্যটকের সংখ্যা ৫০ শতাংশ এবং ২০ বা তার চেয়ে কম বয়সি পর্যটকের সংখ্যা ৬ গুণ বৃদ্ধি পায়। একই সময় এটি প্রবীণদের মধ্যে আরও বেশি জনপ্রিয়তা লাভ করে। কারণ প্রবীণরা ইতিহাস স্পষ্টভাবে জানেন। চলতি বছর হল চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী। বর্তমানে চীনা যুব সমাজের পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকর্ষণ কম। তাঁরা দেশপ্রেমের বলে অনেক বলীয়ান।

 

তা ছাড়া, লাল পর্যটনের মাধ্যমে অনেক জায়গা দারিদ্র্যমুক্ত হয়েছে। যেমন: চিং কাং শান, ও ই মেং শেন পাহাড়।  এ দুটো স্থান চীনের বিখ্যাত বিপ্লবের ঘাঁটি কিন্তু দরিদ্র পাহাড়ি অঞ্চল। লাল পর্যটন শিল্প উন্নয়নে সরকার স্থানীয় পরিবহন, কৃষি ও অবকাঠামো নির্মাণসহ নানা ক্ষেত্রে অর্থ সহায়তা দিয়েছে। পাশপাশি, বেইজিং ও শাংহাইসহ বড় শহরে পর্যটন প্রচারণা অনুষ্ঠান আয়োজিত হয়। ফলে এসব এলাকার উন্নয়ন হয়। (শিশির/এনাম/রুবি)