চীন কেন বিশ্বকে ‘এক অঞ্চল, এক পথ’ উপহার দিল?: সিআরআই সম্পাদকীয়
2021-04-21 20:17:53

এপ্রিল ২১: গতকাল (মঙ্গলবার) বোয়াও এশিয়া ফোরামের ২০২১ সালের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এক ভিডিও ভাষণ দিয়েছেন। এতে তিনি বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ হচ্ছে সবাই হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে চলার ‘সুপ্রশস্ত বড় রাস্তা’। তা কোন একতরফা ব্যক্তিগত রাস্তা নয়। 

চীন কেন বিশ্বের জন্য এমন বড় রাস্তা তৈরি করেছে? তার উত্তরে বলা যায় যে, তা বিশ্বের বিভিন্ন দেশকে বতর্মানের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায্য করবে এবং সুন্দর ভবিষ্যত সৃষ্টির চালিকাশক্তি প্রদান করবে। এ সুপ্রশস্ত বড় রাস্তার মাধ্যমে চীন যুগের সমস্যা মোকাবিলার দক্ষতা বিশ্বকে দেখিয়েছে। 

গত ৭ বছরের নির্মাণের মাধ্যমে “এক অঞ্চল, এক পথ” উদ্যোগ মানব জাতির জন্য একটি সুন্দর ভবিষ্যত নির্মান করেছে। বতর্মানে করোনাভাইরাসের সাথে মানব জাতির এ লড়াইয়ে, “এক অঞ্চল, এক পথ” একটি  প্রতিরোধ লাইন সৃষ্টি করেছে। পাশাপাশি, তা সংশ্লিষ্ট দেশসমূহের জন্য অর্থনীতি পূনরুদ্ধার জন্য প্রাণশক্তি বয়ে এনেছে। 

আরো গুরুত্বপূর্ন হচ্ছে “এক অঞ্চল, এক পথ” উদ্যোগ জম্মের শুরু থেকে সবুজায়নকে গুরুত্ব দিয়ে আসছে। সবুজ অবকাঠামো, সবুজ জ্বালানি, সবুজ অর্থ খাতের সহযোগিতা জোরদারের আহ্বান করে আসছে “এক অঞ্চল, এক পথ”।  আমাদের পৃথীবিকে রক্ষার জন্য “এক অঞ্চল, এক পথ” ইতিবাচক ভূমিকা রেখে আসছে।
“এক অঞ্চল, এক পথ” উদ্যোগ প্রমাণ করে যে, সহযোগিতা ও  লাভের অংশীদারিত্বের পথই হচ্ছে ইতিহাসের সঠিক পথ। সম্প্রতি সিআরইয়ের এক সম্পাদকীয়তে এসব বলা হয়। (আকাশ/এনাম/শিশির)