চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, চলতি বছর হল চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার সূচনা বছর; এই বছর চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকীও বটে। চলতি বছরের অর্থনীতি ও সমাজ-উন্নয়নের কাজকে ভালোভাবে আঞ্জাম দেওয়া চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা সময়পর্বে চীনের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের জিডিপির মোট পরিমাণ ছিল ২৪.৯ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৩ শতাংশ বেশি। বছরের প্রথম প্রান্তিকে চীনের প্রধান অর্থনৈতিক সূচকের প্রবৃদ্ধি স্থিতিশীল ছিল, কর্মসংস্থান ও বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল পর্যায়ে ছিল, উদ্ভাবন আরও জোরদার হচ্ছে, বাজারের আস্থাও বেড়েছে।