সহজ চীনা ভাষা: সন্তানকে চিঠি
2021-04-19 09:42:04

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘সন্তানকে চিঠি’। এর চীনা ভাষা হল- ‘诫子书’। এই পাঠের অর্থ জানানোর আগে প্রথমে এই পাঠের লেখকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। লেখকের নাম চু ক্য লিয়াং। তিনি প্রাচীন চীনের বিখ্যাত রাজনীতিবিদ, সাহিত্যিক ও সমরবিদ। সমরবিদ হিসেবে চু ক্য লিয়াং সবচেয়ে বেশি পরিচিত, তার নেতৃত্বে শু রাজ্য অনেকবার যুদ্ধ জয় করেছে। তার সামরিক ধারণা পরবর্তীতে চীনের সামরিক খাত উন্নয়নে প্রভাব ফেলেছে। চু ক্য লিয়াং শু রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। কার্যমেয়াদে তিনি অনেক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করেছেন। তার চেষ্টায় সরকার দুর্নীতিমুক্ত হয়েছে, দেশের জনসংখ্যা বেড়েছে, অর্থনীতিও উন্নত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে প্রাচীন চীনা সমাজের উন্নয়নে অনেক অবদান রেখেছেন তিনি।

চু ক্য লিয়াংয়ের বই ও প্রবন্ধে প্রধানত তার রাজনৈতিক, সামরিক ও দর্শনের ধারণা প্রকাশ পেয়েছে। এই পাঠ হল তার ছেলেকে লেখা একটি চিঠি। শু রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে চু ক্য লিয়াং রাজ্যের নানা কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। নিজের সন্তানকে সময় দিতে পারতেন না। তাই তিনি সন্তানকে চিঠি লিখে শিক্ষা, কাজ করা ও মানুষ হওয়ার গুরুত্ব সম্পর্কে জানান এবং আত্ম উন্নয়নে উত্সাহ দেন। এটা প্রায় ১৮০০ বছর আগের প্রবন্ধ হলেও এর ধারণা বর্তমান শিশুদের জন্যও গুরুত্বপূর্ণ।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

道德 dào dé নৈতিকতা 道德败坏dào dé bài huài নৈতিক অবক্ষয়  良好的道德 liáng hǎo de dào dé ভালো নৈতিকতা

才能 cái néng প্রতিভা ও দক্ষতা 他有出众的才能 tā yǒu chū zhòng de cái néng তার অসামান্য প্রতিভা ও দক্ষতা আছে।  他的才能得到了大家的认可 tā de cái néng dé dào le dà jiā de rèn kě তার দক্ষতা সবার স্বীকৃতি পেয়েছে।

提高 tí gāo উন্নত করা 提高能力tí gāo néng lìদক্ষতা উন্নত করা  提高生活水平 tí gāo sheng huó shuǐ píng  জীবনযাপনের মান উন্নত করা

后悔 hòu huǐ অনুতপ্ত হওয়া 他后悔做了这件事 tā   hòu huǐ zuò le zhè jiàn shì এই কাজের জন্য সে অনুতপ্ত।事后后悔毫无用处 shì hòu hòu huǐ háo wú yòng chù কাজের পর অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই