লি ওয়েই জুন হলেন শানদং প্রদেশের লিজিন জেলার হুয়াংহ্যে বিষয়ক ব্যুরোর গুয়ানজিয়া পরিচালনা বিভাগের পরিচালক। ১৯৮৮ সাল থেকে তিনি পিতার হাত থেকে হুয়াংহ্যে সুরক্ষার কাজ বুঝে নেন। ২০১৯ সালে তাঁর ছেলে লি চি ইউ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তৃতীয় প্রজন্মের হুয়াংহ্যে সুরক্ষার কর্মীর দায়িত্ব পালন শুরু করেন। লি পরিবারের তিন প্রজন্মের সদস্য হুয়াংহ্যে’র সঙ্গে একটি বন্ধনে জড়িয়ে আছে। এমনকি উত্সবের ছুটিতেও তাঁরা হুয়াংহ্যে সুরক্ষার কাজে কখনও শিথিলতা দেখান না।
‘প্রতিদিন আমাদের কাজ প্রায় একই রকম। আমরা শীতকালে নদীর বরফের বেধ পরিমাপ করি।’
চলতি বছরের বসন্ত উত্সবের আগের এক সপ্তাহের একদিন ভোরে লি ওয়েই জুন একটি কর্মদল নিয়ে নদী পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।
লি ওয়েই জুন বেড়িবাঁধের প্রায় ১৪ কিলোমিটার দেখাশোনা করেন।
বন্যার সময় লি ওয়েই জুন ও তাঁর সহকর্মীরা প্রায় প্রতিদিন নদী পরিদর্শনে যাণ্ প্রতিদিন গাড়িতে শতাধিক কিলোমিটার পথ তারা অতিক্রম করেন এবং নদী পর্যবেক্ষণ করেন।
‘আমরা লাইফ জ্যাকেট পরে ও সুরক্ষা দড়ি ধারণ করে প্রতিদিন সকাল ৭টা ও ১১টায় দুই বার নদী পরিদর্শন করি।’
১৯৮৮ সাল থেকে লি ওয়েই জুন পিতার হাত থেকে হুয়াং নদী সুরক্ষার কাজ বুঝে নেন। ২০ বছরেরও বেশি সময় চলে গেছে। ২০১৯ সালে তাঁর ছেলে লি চি ইউ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর একজন হুয়াং নদী রক্ষীতে পরিণত হন। যদিও দু’জন এক জায়গায় একই ধরণের কাজ করেন, তবুও প্রতিদিন তাদের দেখা হয় খুব অল্প সময়ের জন্য। চলতি বছরের বসন্ত উত্সবে লি ওয়েই জুন কাজ করছেন। তাঁর পরিবারের পুনর্মিলন এবার হবে না। তবু তাঁদের মন একসাথে থাকবে।