জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে ভূ-রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়: সিআরআই সম্পাদকীয়
2021-04-18 21:13:45

এপ্রিল ১৮: “জলবায়ু  পরিবর্তন মোকাবিলা হচ্ছে গোটা মানবজাতির অভিন্ন লক্ষ্য। এর সঙ্গে ভূ-রাজনীতিকে জড়ানো উচিত নয়। একে উপলক্ষ্য করে অন্য দেশে আক্রমণ করা বা বাণিজ্যযুদ্ধ শুরু করাও অনুচিত।” সম্প্রতি চীন-ফ্রান্স-জার্মানি শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ কথা বলেন।  

বিগত বছরগুলোতে, একতরফাবাদ, মহামারী নিয়ে রাজনীতিসহ নানা অযৌক্তিক কর্মকাণ্ড বিশ্বে বিশৃঙ্খলা ও দুর্ভোগ বয়ে এনেছে। যদি জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়েও পশ্চিমা দেশসমূহ একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে এর ফলাফল হবে আরও বিপর্যয়কর।
 তবে, ভাগ্যক্রমে কিছু কিছু বড় দেশের নেতৃবৃন্দ তাঁদের সাহস ও কৌশলগত চিন্তাধারা প্রদর্শন করছেন। চীন-ফ্রান্স-জার্মানি শীর্ষ সম্মেলনে তিন দেশের নেতৃবৃন্দ অনেক বিষয়ে একমত হয়েছেন। তারা বলেছেন, একতরফাবাদ এড়িয়ে চলতে হবে, ‘প্যারিস জলবায়ু চুক্তি’ সার্বিকভাবে বাস্তবায়ন করতে হবে, একসাথে সুষম, যুক্তিসঙ্গত, সহযোগিতামূলক ও জয়-জয় বৈশ্বিক জলবায়ু ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে চীন ও ইউরোপ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে শুধুমাত্র সহযোগিতা দিয়ে স্বার্থপরতাকে প্রতিস্থাপন করতে হবে। চীন, ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দ ইতোমধ্যে বিশ্বকে প্রতিজ্ঞা ও বাস্তব কর্মকাণ্ড প্রদর্শন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্রেরও উচিত নিজের আন্তরিকতা প্রমাণ করা।(আকাশ/আলিম/শিশির)