চীনা অর্থনীতির পুনরুদ্ধার অব্যাহত: সিআরআই সম্পাদকীয়
2021-04-17 20:03:38

এপ্রিল ১৭: চীনের সরকারি তথ্য মতে, এ বছরের প্রথম প্রান্তিকে দেশের জিডিপির পরিমাণ ২৪লাখ ৯৩হাজার ১০০কোটি ইউয়ানে দাঁড়িয়েছে। তা গত বছরের একই সময়ের চেয়ে ১৮.৩শতাংশ বেশি। এটি এ বছরের চীনা অর্থনীতির একটি শুভ সূচনা। চীনের অর্থনীতি অব্যাহতভাবে পুনরুদ্ধার বজায় রেখেছে। চীন এখনো বিশ্বের বৃহত অর্থনীতিসমূহের মধ্যে এগিয়ে আছে। 

জিডিপির উপাত্ত ছাড়াও চীনের অন্য মৌলিক অর্থনৈতিক সূচকগুলো মানুষের নজড় কেড়েছে। এর মধ্যে সবচেয়ে অসাধারণ হচ্ছে চীনের ভোক্তা খাতের উন্নতি। এটি ২০২০সালের জিডিপিতে ৫৪.৩শতাংশ অবদান রেখেছে। 

চীন অতিদ্রুত বিশ্বের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় খুচরা বাজারে পরিণত হবে। তার দ্রুত্বগতির পুনরুদ্ধার বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে অবশ্যই ভূমিকা রাখবে। 

দীর্ঘমেয়াদে চীনের অর্থনীতির একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভাবন। ফলে অনেক আন্তর্জাতিক কোম্পানি চীনকে পছন্দ করে আসছে।  

বর্তমানে চীনা অর্থনীতির উন্নয়নের পরিস্থিতি বিশ্লেষণ করে বলা যায় যে, বিশ্বের দ্বিতীয় বৃহত অর্থনীতি তার পুনরুদ্ধার অব্যাহত রেখেছে। তা বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে ইতিবাচক। সম্প্রতি সি‌আরআইয়ের এক সম্পাদকীয়তে এসব বলা হয়। (আকাশ/এনাম)