এপ্রিল ১৫: ইউসুফ এমেট কেরিম সিনচিয়াংয়ের ইয়োঙ্গিসারের থেকে ছেংতুতে এসে একটি রেস্তোঁরা চালান।
ব্যবসায় তাঁকে সাহায্য করার জন্য, তাঁর স্ত্রী গ্রামের বাড়ির ভাল বেতনের চাকরি ছেড়ে দিয়ে ছেংতুতে আসেন।
তিনি বলেন, কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের খালি প্লেট দেখে তিনি সন্তুষ্ট হন। তিনি সিনচিয়াংয়ের অন্যান্য তরুণদের বাইরে এসে নতুন বিশ্ব অন্বেষনে উত্সাহ দিতে চান।
দেখুন, সে সম্পর্কিত একটি ভিডিও।
(ইয়াং/এনাম/ছাই)