প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ হোসেনের সাক্ষাৎকার
2021-04-16 17:30:18

প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ হোসেনের সাক্ষাৎকার_fororder_微信图片_20210416172417

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন মোহাম্মদ জুনায়েদ হোসেন। তিনি বর্তমানে চীনে একটি ফরাসি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১১ সালে চীনা সরকারি বৃত্তি পেয়ে চীনে আসেন। প্রথমে তিনি ‘থুং চি’ বিশ্ববিদ্যালয়ে এক বছর চীনা ভাষা শেখেন।  তারপরে তিনি নানচিং এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিমান নকশা ও প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি সাংহাই চিয়াও থং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন যন্ত্রপ্রকৌশলে। প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ হোসেন প্রায় ১০ বছর ধরে চীনে বসবাস করছেন। তিনি এরই মাঝে চীনের বিভিন্ন প্রদেশে ভ্রমণ করেছেন, চীনা সংস্কৃতি বিশেষ করে চীনাভাষাকে অনেক পছন্দ করেন। পাশাপাশি, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়নের ওপরও গুরুত্ব দিয়ে থাকেন তিনি। চলুন কথা বলি তাঁর সঙ্গে।