‘বাজার নিয়ন্ত্রণে না থাকলে বেশি কষ্ট পায় নিম্ন আয়ের মানুষ’
2021-04-15 19:28:56

ব্যবসাপাতির ১৭তম পর্বে যা থাকছে:

# লকডাউন ও রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে বিশেষ প্রতিবেদন।

# বাংলাদেশের লকডাউনে অর্থনৈতিক সমাচার নিয়ে সাক্ষাৎকার।

# চীনে পর্যটনে চাঙ্গাভাব তৈরি করেছে দারিদ্র্য বিমোচনের সুযোগ।

 

এ পর্বের সাক্ষাৎকার:

“আমরা আশা করেছিলাম, কাঁচা কাজার উন্মুক্ত স্থানে হবে। বাজারে যথাযথ ব্যবস্থাপনা না থাকায় সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতা-বিক্রেতা।‘

-এম আবু ইউসুফ

 

‘বাজার নিয়ন্ত্রণে না থাকলে বেশি কষ্ট পায় নিম্ন আয়ের মানুষ’_fororder_0415jingji