‘দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি’
2021-04-15 13:57:06

লি মিং, ১৯৬৬ সালের ১১ ডিসেম্বর বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।

 

১৯৮৬ সালে লি মিং আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ১৯৯০ সালে তার অ্যালবাম ‘বৃষ্টিতে খুশি হই’ প্রকাশিত হয়। ১৯৯৮ সালে ‘এই জীবনে আর নেই’ গানটি নিয়ে হংকংয়ের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পীর পুরস্কার জয় করেন তিনি।

 

এখন শুনুন লি মিং-এর গান ‘দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: কথা দিয়ে তোমাকে রাখতে চাই। আমি বলতে চাই, এই জীবনে আমি শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু, আমার দুঃখের কারণ, প্রতিদিন তোমাকে মিস করি, এই রাস্তায় তোমার অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

‘দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি’_fororder_liming

বন্ধুরা, এখন শুনুন লি মিং-এর গান ‘আজ রাতে তুমি আসবে কি না’। গানের কথায় বলা হয়: হয়তো তুমি সবচেয়ে সুন্দর ছায়া, হয়তো আমরা ঠিক করেছি, তুমি আমার ভালোবাসা। তুমি আমার একাকী হৃদয় জানো না, তোমার সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, শুধু জানতে চাই, আজ রাতে তুমি আমার কাছে আসবে কি না।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লি মিং-এর গান ‘দু’জনের আতশবাজি’। গানের কথাগুলো এমন: তোমার এত ভালোবাসা কেন এখন নিখোঁজ হলো। তোমার ভালোবাসা একটি বড় শহরের মানুষের চেয়েও বেশি, কিন্তু কেন আমার এই ছোট ভুল সহ্য করতে পারে না। আমি তোমাকে কম জানি, নাকি আমি বেশি চিন্তা করছি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লি মিং-এর কণ্ঠে ‘বিশেষ গান বিশেষভাবে তোমার জন্য’। গানে বলা হয়: প্রতিশ্রুতি নেই, তবে তোমার কাছ থেকে চলে যেতে চাই না। তোমাকে ছাড়া আমার দুনিয়ায় শুধু বৃষ্টি। বিশেষ ভালোবাসা বিশেষ তোমার জন্য, আমার একাকীত্ব তুমি বোঝো।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লি মিং-এর গান ‘গ্রীষ্মকালের ভালোবাসা’। গানের কথায় বলা হয়: হাতে ফুল ধরা সেই মানুষ কি তুমি? তুমি আমার স্বপ্নে, এই গ্রীষ্মের প্রতিশ্রুতি দিয়েছো। তুমি কেন বাসায় যাও না, আমার জন্য অপেক্ষা করো? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি শুনতে পাও?

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি মিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)