সঙ্গীতদল ‘সিন’
2021-04-14 14:06:36

সিন তাইওয়ানের একটি রক সঙ্গীতদল। দলটির প্রধান হুয়াং মাইখো হলেন একজন পেশাদার ঢাকি। সঙ্গীতদলের প্রধান গায়ক লিউ ওয়েনচিয়ে, গিটারিস্ট সুন জিছুন, ব্যাস বাদক লিউ শিয়াওহুয়া, এবং কীবোর্ডে রয়েছেন ফু ছাওহুয়া। ২০০২ সালে সু চিয়ানসিন ছিলেন সঙ্গীতদলটি শুরুর দিকের প্রধান গায়ক। তখন সঙ্গীতদলের একই নামের প্রথম অ্যালবাম “সিন” প্রকাশিত হয়। অ্যালবামে “মারা গেলেও ভালবাসতে হবে”সহ ১১টি গান অন্তর্ভূক্ত হয়। এর মাধ্যমে তাঁরাও আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের ওই গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

 

“যদি” সিন সঙ্গীতদলের ২০০৪ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত একটি গান। “যদি সময় ফিরে আসে, আমি কী করতে পারব? তুমি যা বলতে চাও, কিন্তু বলো নি, তা খুঁজে বের করব? যদিও আমি তোমার হাত ছাড়ি নি, বেশ কয়েক বছর পর, তুমি আমাকে ঘৃণা করবে নাকি মুগ্ধ করবে? যদি সময় সত্যি ফিরে আসে, তুমি কী করবে? আবার আমাকে বাছাই করবে। নাকি আমাকে কোলে নিবে?” এতো বেশি যদি, তাইনা? তাহলে বন্ধুরা, আপনাদের উত্তর কী হবে? গান শোনার সঙ্গে সঙ্গে সেটা চিন্তা করুন, কেমন? এখন আমরা গানটি শুনি। 

সঙ্গীতদল ‘সিন’_fororder_src=http___n.sinaimg.cn_translate_70_w500h370_20180602_sTKs-hcikcew9335953&refer=http___n.sinaimg

২০০৩ সালে সিন সঙ্গীতদল তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। এতে অন্তর্ভুক্ত রয়েছে “বিদায়ের গান”সহ ১১টি গান। এটি ২০০৫ সালের জুন মাসে চায়না গোল্ডেন ডিস্ক পুরষ্কার বা (সিজিডিএ)’র সেরা রক গান পুরষ্কার জিতে। পাশাপাশি, গানটি ২০০৮ সালে নির্মিত এক চলচ্চিত্রের শেষ গান হিসেবেও বাছাই করা হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের গানটি শোনাচ্ছি, কেমন? শুনুন তাহলে গানটি। 

সঙ্গীতদল ‘সিন’_fororder_src=http___s6.sinaimg.cn_orignal_4ac4b0baab556401afa95&refer=http___s6.sinaimg

“বেইজিংয়ে একরাত” গানটি পৃথকভাবে ছেন শেং ১৯৯২ সালে প্রকাশিত এক অ্যালবামে এবং লিউ চিয়াহুই ১৯৯৩ সালে প্রকাশিত অপর এক অ্যালবামে অন্তর্ভূক্ত করেন। সিন সঙ্গীতদলের প্রধান গায়ক সু চিয়ানসিন গানটি পুনরায় পরিবেশন করেন। এটা আগে ছিল একটি রক সঙ্গীত। কিন্তু সু চিয়ানসু গানে বেইজিং অপেরা যোগ করেছেন। এখন গানটি পপ সঙ্গীত ও চীনা সংস্কৃতির বেইজিং অপেরার উত্তম দৃষ্টান্তে পরিণত হয়েছে। বন্ধুরা, আমি নিজেও গানটি অনেক পছন্দ করি। এখন আপনাদের আমার প্রিয় গানটি শোনাই, কেমন? আশা করি, আপনাদের বেইজিং অপেরার অংশও ভালো লাগবে। শুনুন তাহলে গানটি।

 

“যদি কাল থাকত” গানটির আসল গায়ক ছিলেন শুয়েই ইউয়ে। তিনি ছিলেন সত্তর ও আশির দশকে “তাইওয়ানের রক পিতা”। কিন্তু যখন তাঁর বয়স ৩০ বছরের বেশি, তখন তিনি ক্যান্সারের সাথে লড়াইয়ের শেষ পর্যায়ে। তখন তাঁর এক ভালো বন্ধু শুয়েই ইউয়ে’র জন্য গানটি সৃষ্টি করেন। সু চিয়ানসিন শুয়ে ইউয়ে’র একই যুগের মানুষ নয়,  কিন্তু অ্যালবামে তিনি “যদি কাল থাকত”  গানটি প্রথম গান হিসেবে বাছাই করেন। রক পিতা শুয়েই ইউয়ে’র প্রতি শ্রোদ্ধা নিবেদন করার জন্যই তিনি এটা করেন। তাহলে আমরা একসঙ্গে গানটি উপভোগ করি, কেমন? শুনুন তাহলে গানটি। 

সঙ্গীতদল ‘সিন’_fororder_src=http___img02.qqswzx.com_201909_23_15_153047104130326&refer=http___img02.qqswzx

২০০৭ সালে প্রধান গায়ক সু চিয়ানসিন সঙ্গীতদল ত্যাগ করেন। ফলে ২০০৮ সালে সঙ্গীতদলটি বেইজিংয়ে নতুন প্রধান গায়ক বাছাইয়ের অনুষ্ঠানের আয়োজন করে। ২০০৯ সালে লিউ ওয়েনচিয়ে চ্যাম্পিয়ন হয়ে সঙ্গীতদলে যোগ দেন এবং দ্বিতীয় প্রধান গায়ক হন। ২০১৩ সালের জুন মাসে নতুন সঙ্গীতদল গ্রুপ সৃষ্ট একক গন “চির তরুণ” প্রকাশ করে। তাহলে বন্ধুরা, আমি আপনাদের নতুন প্রধান গায়ক লিউ ওয়েনচিয়ে’র কণ্ঠে গানটি শোনাই, কেমন? শুনুন তাহলে গানটি। 

সঙ্গীতদল ‘সিন’_fororder_src=http___image.huanghepiao.com_images_upload_20191113_15736077094881&refer=http___image.huanghepiao

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে,  অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম “এখনো ত্যাগ করতে চাই না”। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)