শিয়াও শেনইয়াং
2021-04-13 15:55:42

শিয়াও শেনইয়াংয়ের আসল নাম শেন হো। তিনি ১৯৮১ সালের ৭ মে লিয়াও নিং প্রদেশের থিয়েলিং শহরের মান জাতির এক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের অভিনেতা, স্কেচ পারফর্মার, পরিচালক ও উপস্থাপক। ১৯৯৫ সালে তিনি থিয়েলিং শিল্পদলে প্রবেশ করে এর রেন জুয়ান অর্থাত্ উত্তর-পূর্ব চীনের জনপ্রিয় একটি গান ও নৃত্যের দ্বৈত সঙ্গীত পরিবেশনা শিখতে শুরু করেন। ২০০০ সাল থেকে তিনি চিলিন প্রদেশের লিন ইউয়ে নামে এক শিল্পদলে কাজ শুরু করেন। ২০০৫ সালে তাঁর পেশার উন্নয়ন করার জন্য তিনি শেন ইয়াং শহরে আসেন। ২০০৭ সালের বসন্ত উত্সব চলাকালে তিনি তাঁর শিক্ষকের সঙ্গে সিসিটিভির বসন্ত উত্সব গালায় পরিবেশন করেন। একই বছর তিনি এক টিভি নাটকে প্রথমবারের মতো অভিনয় করা শুরু করেন। তখন থেকে তিনি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, যদিও তিনি বিভিন্ন ধরনের কাজ করেন, তবুও তাঁর কণ্ঠের গানগুলি অনেক ভালো। তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি শিয়াও শেনইয়াংয়ের একটি গান শোনাই, গানের নাম “সুন্দর”। শুনুন তাহলে গানটি। 

শিয়াও শেনইয়াং_fororder_src=http___dingyue.ws.126.net_AfeRrSKM5YfqqCsaSxYbisBCgyvJ411g=S8E34J6tiMdf1524046607694&refer=http___dingyue.ws.126

“আমার ভালো ভাই” শিয়াও শেনইয়াং ও কাও চিনের দ্বৈত গান। কাও চিন গানটির লিরিক্স ও সঙ্গীত রচনা করেন। তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে গানটি সৃষ্টি করার পাশাপাশি তাঁর ভালো ভাই—শিয়াও শেনইয়াংয়ের মধ্যে গভীর মৈত্রীর কথা বর্ণনা করেন। গানটি ২০১১ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়। এখন থেকে ১০ বছর হয়ে গেছে। তাহলে এখনই আমরা একসঙ্গে গানটি শুনি, কেমন? 

 

২০০৬ সালে চীনের গায়ক দাও লাং “তোমাকে ধন্যবাদ জানাই” নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। “ভালোবাসা হলো তুমি ও আমি” অ্যালবামে অন্তর্ভূক্ত একটি গান। সে বছর যখন ইন্দোনেশিয়ায় জলোচ্ছ্বাস হয়, তখন তিনি হংকংয়ের একটি দাতব্য পরিবেশনার জন্য এ গানটি রচনা করেন। খুবই সুন্দর একটি গান। সেজন্য শিয়াও শেনইয়াং ও তাঁর স্ত্রীও গানটি গেয়েছেন। তাহলে আজকের অনুষ্ঠানে আমি আপনাদের এ দম্পতির কণ্ঠে গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

শিয়াও শেনইয়াং_fororder_src=http___pic1.zhimg.com_v2-50886e55a7b2a69267493dd0f1144cf0_1200x500&refer=http___pic1.zhimg

২০১১ সালে চীনের চিয়াংসু টিভিতে “ও ইয়াং দে” নামে এক টিভি নাটক অনেক জনপ্রিয়তা পেয়েছিল। “আমার চোখের পানি কার জন্য ঝরে’ গানটি শিয়াও শেনইয়াংয়ের গাওয়া টিভি নাটকের থিম সং। গানটি ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। তখন ইন্টারনেটে গানটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আমি এখনই আপনাদের জনপ্রিয় গানটি শোনাতে চাই, আশা করি, আপনারাও গানটি পছন্দ করবেন। শুনুন তাহলে গানটি।

শিয়াও শেনইয়াং_fororder_src=http___n.sinaimg.cn_sinacn20_399_w1200h799_20180802_36cc-hhehtqf8646311&refer=http___n.sinaimg

“আমি শুধু একটি কিংবদন্তী” শিয়াও শেনইয়াংয়ের গাওয়া গানগুলির অন্যতম। গানটি তাঁর ২০১০ সালের নভেম্বরে প্রকাশিত অ্যালবাম “ইন্টারনেট প্রেমের গান সবচেয়ে দুঃখময়”-এ অন্তর্ভূক্ত হয়। পাশাপাশি গানটি “একটি সহজ নুডলসের গল্প” চলচ্চিত্রের থিম সং। উল্লেখ্য, শিয়াও শেনইয়াং চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেন। এখন আমি আপনাদের গানটি শোনাব। শুনুন তাহলে গানটি। 

শিয়াও শেনইয়াং_fororder_src=http___img0.pclady.com.cn_pclady_1612_06_1624877_xiaoshenyang&refer=http___img0.pclady.com

“আমার বীর” শিয়াও শেনইয়াংয়ের গাওয়া একটি গান। গানটি ২০১৪ সালে প্রকাশিত প্রবীণ সৈন্য টিভি নাটকের থিম সং।

শিয়াও শেনইয়াং_fororder_0eb30f2442a7d9339396b452a894f51573f0013d

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের শিয়াও শেনইয়াংয়ের অন্য একটি গান শোনাই। গানের নাম ‘বিপদ, ভাগো”। এটি “আমাকে শুধু ‘কেউ নয়’ বলে ডাকুন” চলচ্চিত্রের থিম সং। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।

   

(প্রেমা/এনাম)