এপ্রিল ১৩: মার্কিন বর্ণবাদ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। ১৯৬২ সালে কালো ক্রীতদাস মুক্তি আন্দোলনের শততম বার্ষিকীতে আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান লেখক জেমস বাল্ডউইন তার ভাগ্নির কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি আফ্রিকান-আমেরিকানদের বহু প্রজন্মের সঙ্গে করা বিভিন্ন সামাজিক অন্যায়ের বর্ণনা দেন।
দুর্ভাগ্যক্রমে, ৬০ বছর পরে এসেও, বাল্ডউইনের চিঠিতে উল্লেখিত অন্যায়গুলো মার্কিন সমাজে অহরহ হচ্ছে। মার্কিন বর্ণবাদের ক্যান্সার এখনও বেড়েই চলেছে।
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ঘৃণ্য অপরাধের মামলার মোট সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৭ শতাংশ কমেছে, তবে এশিয়ানদের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ ১৪৯ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর এ সময়ে একজন এশীয় যুক্তরাষ্ট্রে অসহায় বোধ করে।
এদিকে, যুক্তরাষ্ট্রে যারা নিজেদের ‘মানবাধিকার রক্ষাকারী’ বলছেন, তারা বর্ণবৈষম্য সমস্যা সমাধানের চেষ্টা করার দাবি করেন। তবে তাদের দ্বারা এ সমস্যার সমাধান পদ্ধতিগত কারণেই সম্ভব বলে এখন আর কেউ বিশ্বাস করেন না। (ওয়াং হাইমান/আলিম/ছাই)