‘লিলিয়ান’
2021-04-12 16:12:07

‘লিলিয়ান’_fororder_xu

সুই চিয়া ইং, ১৯৮৪ সালের ২০ ডিসেম্বর চীনের তাইওয়ান প্রদেশের হুয়ালিয়ান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী ও গীতিকার।

 

২০০৮ সালে সুই চিয়া ইং তাইওয়ান প্রদেশের ‘সুপার বড় তারকা’ নামে নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন। ২০০৯ সালে সুই চিয়া ইং-এর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এর নাম ‘সুই চিয়া ইং-এর প্রথম স্বরচিত অ্যালবাম’।

 

বন্ধুরা, এখন শুনুন সুই চিয়া ইং-এর গান ‘কারও জন্য রচিত গান নয়’। গানের কথা এমন: আমাকে ক্ষমা করো, এই গান কারও জন্য নয়। আগের মুহূর্ত, এখন আর চিনতে পারি না, স্মৃতি থেকে তোমাকে খুঁজতে হয়। অপেক্ষা করো, ভালোবাসা আমাদের সামনে নিয়ে যাচ্ছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই চিয়া ইং-এর গান ‘একাকী হতে চাই না’। গানের কথাগুলো এমন: গাছের পাতা পড়ার সময় তোমার অপেক্ষা করি, আমার সরল জীবন তোমাকে দেখাই। কত চেষ্টার বিনিময়ে তোমার হৃদয় পেয়েছি, তুমি আমার একমাত্র ভালোবাসা। আমি চাই, তুমি আমাকে বলবে, তুমি আমার সংগী হবে। আমি চাই, তুমি আমাকে সব ভালোবাসা দেবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই চিয়া ইং-এর কণ্ঠে ‘লিলিয়ান’ নামে একটি গান। গানের কথায় বলা হয়: এখান থেকে অনেক দূরে, এক সমুদ্রতীর আছে; একাকী মানুষ সেই সমুদ্রে, জাহাজে ভেসে বেড়ায়। যদি তুমি তাকে দেখো, সে তীরে ফিরে গেছে, তাকে আমার নাম জানিয়ে দিও।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই চিয়া ইং-এর আরেকটি গান, গানের নাম ‘সাদা ঘোড়ার পিঠে’। গানের কথাগুলো এমন: আমি কাকে ভালোবাসি, তার কোনো দোষ নেই। আমি স্মৃতিতে আশ্রয় নিতে চাই, তবে তুমি আমার আরো কাছে। এখানে থাকি, নাকি সামনে যাই। হঠাত্ এই মুহূর্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি ঘোড়ার পিঠে চড়ে ,বহু দূর চলে যাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই চিয়া ইং-এর কণ্ঠে আরেকটি গান। গানের নাম ‘তোমাকে পছন্দ করি’। গানের কথায় বলা হয়:  ছোট বৃষ্টি এই রাস্তা ভিজিয়ে দেয়। একাকী বাতি দেখি, সে এক মর্মাহত স্মৃতি। এই মুহূর্তে তোমাকে জানাতে চাই, আমি আন্তরিকভাবে তোমাকে পছন্দ করি। তোমার চোখ মনোমুগ্ধকর, তোমার হাসি আরো আকর্ষণীয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই চিয়া ইং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে। 

 

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)