‘ঠিক তোমার সঙ্গে হাজির হই’
2021-04-12 16:08:17

‘ঠিক তোমার সঙ্গে হাজির হই’_fororder_li

লি ইয়ু কাং, চীনের যুব শিল্পী। তিনি চায়না অপেরা এ্যান্ড ড্যান্স-ড্রামা থিয়েটার এর দেশের প্রথম শ্রেণীর অভিনেতা। ১৯৭৮ সালের ২৩ জুলাই চীনের চিলিন প্রদেশের কুং জু লিং শহরে জন্মগ্রহণ করেন। 

 

১৯৯৬ সালে লি ইয়ু কাং উচ্চ বিদ্যালয় পাসের পর ভালো ফলাফল অর্জন করেন। তারপর তিনি চিলিন প্রদেশের চিলিন কলেজ অব আর্টস-এ ভর্তি হন।

 

২০০৬ সালে লি ইয়ু কাং বেইজিংয়ে চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভির আয়োজিত সংগীতানুষ্ঠান ‘সিংকুয়াংতাতাও’-এ যোগ দেন এবং সেই বছরের তৃতীয় পুরস্কার পান। এর মাধ্যমে তিনি চীনা দর্শকদের কাছে পরিচিত ও বিখ্যাত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন লি ইয়ু কাং-এর গান ‘ঠিক তোমার সঙ্গে হাজির হই’। গানের কথায় বলা হয়: আমরা কেঁদেছি, আমরা হেসেছি। আমরা আকাশের দিকে দেখেছি, আর কয়েকটি তারা উজ্জ্বল হয়ে রয়েছে। আমরা সময়ের গান গাই, পরস্পরকে আলিঙ্গন করি। আমি সঠিক সময়ে তোমার সঙ্গে হাজির হয়েছি।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন লি ইয়ু কাং-এর গান ‘নাশপাতি ফুলের গান’। গানের কথাগুলো এমন: নাশপাতি ফুল ফুটেছে, বসন্তে বৃষ্টি নিয়ে। নাশপাতি ফুল পড়েছে মাটিতে। এই জীবন শুরু সেই মানুষের জন্য। সেই রাজা কিন্তু ভালোবাসায় ডুবে গেছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লি ইয়ু কাং-এর কণ্ঠে ‘জেসমিন ফুলের চা-এর গান’। গানটিতে বলা হয়: এক ধরনের ফুল আছে, যা চা-এর অপেক্ষায় থাকে। এক ধরনের চা আছে, যা ফুলের জন্যই। ফুলের বাসা বড় গাছের পাশে, চা-এর বাসা পাহাড়ের পাদদেশে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লি ইয়ু কাং-এর গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম ‘মেয়ের অনুভূতি’। গানের কথায় বলা হয়: আকাশের পাখিও একাকী নয়, এই বসন্তের বাগানের সুন্দর দৃশ্যে মাতাল হয়ে যায়। রাজার ক্ষমতা হোক, অসংখ্য সম্পদ হোক, শুধু তোমার সঙ্গে চিরদিন থাকতে চাই, শুধু আমার প্রিয় মানুষের সঙ্গে যেতে চাই। তোমাকে পছন্দ করি, তোমাকে পছন্দ করি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক লি ইয়ু কাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে। 

 

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)