উদ্বুদ্ধ করা
2021-04-11 20:17:11

উদ্বুদ্ধ করা_fororder_5882b2b7d0a20cf45002cac279094b36acaf9918

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী স্যিয়াও ইয়া স্যুয়ান’র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭৯ সালের ২৪ অগাষ্ট তাইওয়ানের থাওইয়ান শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৩ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘ভালবাসার গান’। গানটি ২০০২ সালে রিলিজ হয় এবং তাঁর পঞ্চম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি তখন খুবই জনপ্রিয়তা পায় ও বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যিয়াও ইয়া স্যুয়ান’র কন্ঠে ‘ভালবাসার গান’ শীর্ষক গান। ১৯৯৮ সালে তিনি কানাডার ভ্যাঙ্কুভারে লেখাপড়ার সময় সেদেশের টিভি চ্যানেলে আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। পরে একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। তিনি অন্য দুটি মেয়েকে নিয়ে গানের দল গড়েন। পরে তিনি তাইওয়ানে ফিরে এসে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘উদ্বুদ্ধ করা’ শীর্ষক গান। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

উদ্বুদ্ধ করা_fororder_9a504fc2d56285359234e63c9fef76c6a6ef63d2

বন্ধুরা, শুনছিলেন স্যিয়াও ইয়া স্যুয়ান’র কন্ঠে ‘উদ্বুদ্ধ করা’ শীর্ষক গান। ২০১১ সালে তিনি গ্লোবল চীনা সংগীত প্রতিযোগিতার সবচেয়ে আড়ম্বরপূর্ণ কন্ঠশিল্পী এবং হংকং ও তাইওয়ানে সবচেয়ে জনপ্রিয় নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে তিনি তাইওয়ানের গোল্ডন মেলোডির শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার লাভ করেন। ২০১৪ সালের এপ্রিল মাসে তিনি হলিউড’র চলচ্চিত্র ‘অ্যামেজিং স্পাইডার-ম্যান 2’-এর চীনা ভাষার থিম সং গেয়েছেন। একই বছরের অগাষ্ট মাসে তিনি নিজের ত্রয়োদশ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালবাসার মতো’ শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা, শুনছিলেন তাইওয়ানের নারী কন্ঠশিল্পী স্যিয়াও ইয়া স্যুয়ান’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লেই থিংয়ের কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৮৭ সালের ৬ অগাস্ট ইয়ুননান প্রদেশের খুনমিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি নিয়মিত ওয়েবসাইটে গান প্রকাশ করতেন। তিনি ২০০৭ সালে প্রথমে ওয়েবসাইটে অ্যালবাম প্রকাশ করেন। তখন থেকে তিনি জনপ্রিয় হয়ে উঠতে থাকেন। ২০০৮ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘অতীত ঘটনা’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লেই থিংয়ের কন্ঠে ‘অতীত ঘটনা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘বসন্তের ফুল ফোটে’ শীর্ষক গান শোনাবো; গেয়েছেন নারী কন্ঠশিল্পী লং মেই জি। তিনি ১৯৮৮ সালের ১৮ অগাস্ট চীনের কানসু প্রদেশের লানচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। ২০০৫ সালে তিনি একটি গান প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০১০ সালে তিনি হুনান প্রদেশ টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত চীনের দশটি মূল সংগীত স্বর্ণপদক লাভ করেন। ২০১৩ সালে তিনি ৬ষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমরা একসঙ্গে তাঁর কন্ঠে গান শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লং মেই জি’র কন্ঠে ‘বসন্তের ফুল ফোটে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লুও থিয়ান ছান’র কন্ঠে ‘ড্রাম বাজাবো ও গান করবো’ শীর্ষক গান। তিনি ১৯৩৪ সালে কুয়াংতুং প্রদেশের শাওকুয়ানে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই সংগীতে আগ্রহী ছিলেন। ১৯৫০ সাল থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন। ‘ড্রাম বাজাবো ও গান করবো’ গানটি চীনের সিনচিয়াংয়ের লোকসংগীত। চীনের অনেক বিখ্যাত কন্ঠশিল্পী গানটি গেয়েছিলেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।