টেলিভিশন বিশ্ব
2021-04-10 18:33:56

টেলিভিশন বিশ্ব_fororder_6d81800a19d8bc3e81ae47958b8ba61ea9d345ce

বন্ধুরা, গত সপ্তাহে আমি চীনের বিখ্যাত নারী কন্ঠশিল্পী মা আ মিন’র কণ্ঠে কয়েকটি গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানেও আমি তাঁর গান শোনাবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘পৃথিবীর প্রতিশ্রুতি’ শীর্ষক গান। গানটি Heroes of the Marshes  নামের টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মা আ মিন’র কন্ঠে ‘পৃথিবীর প্রতিশ্রুতি’ নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মোমবাতির আলোতে মা’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা ১৯৮৭ সালে লেখক লি লি ছুন লিখেছিলেন। তখন তিনি হাইস্কুলের ছাত্রী। তিনি গানটি নিজের মাকে উত্সর্গ করেন। গানটি এখনও চীন জনপ্রিয়। গানে মা’র প্রতি সন্তানের সম্মান ও ভালবাসার অনুভূতি প্রকাশ পেয়েছে। চলুন, বন্ধুরা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন মা আ মিন’র কন্ঠে ‘মোমবাতির আলোতে মা’ গানটি। এখন আমি আপনাদেরকে ‘যেহেতু কেউ মন্তব্য করবে’ শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৫ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

টেলিভিশন বিশ্ব_fororder_b7003af33a87e95073bfd23614385343fbf2b43b

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী মা আ মিন’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লিউ হুয়ান’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৩ সালের ২৬ অগাষ্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন সুরকার, লেখক, সংগীত প্রযোজক, কন্ঠশিল্পী ও সঙ্গীতের গুরু। তিনি চীনের আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের সংগীতের অধ্যাবক। তিনিই চীনে প্রথম কম্পিউটারে সুর সৃষ্টির করজ করেন। এখন আমি আপনাদেরকে লিউ হুয়ানের কন্ঠে ‘যে মানুষের হৃদয় পায়, সে পৃথিবী পেতে পারে’ শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ হুয়ান’র কন্ঠে ‘যে মানুষের হৃদয় পায়, সে পৃথিবী পেতে পারে’ গানটি। ১৯৮৫ সালে লিউ হুয়ান আন্তর্জাতিক সম্পর্কের বিশ্ববিদ্যালয়ের ফরাসি সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে তিনি সিসিটিভি’র ‘টেলিভিশন বিশ্ব’ নামের অনুষ্ঠানে ফরাসি ভাষার গান গেয়েছিলেন। ১৯৮৭ সালে তিনি একটি টিভি সিরিজের থিম সং গাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ওড়া’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিউ হুয়ান’র কন্ঠে ‘ওড়া’ গানটি। ১৯৯৩ সালে লিউ হুয়ান তখনকার খুবই জনপ্রিয় ‘বেইজিংয়ের বাসিন্দারা নিউইয়র্কে থাকেন’ নামক টিভি সিরিজের থিম সং রচনা করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৮ সালে তিনি লোটাস ল্যান্টার্ন (Lotus Lantern) নামের চীনের বিখ্যাত কার্টুন চলচ্চিত্রের থিম সং রচনা করেন এবং গানটিতে নিজেই কণ্ঠ দেন। ১৯৯৯ সালে তিনি প্রথম সিসিটিভি-এমটিভি সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে লিউ হুয়ান’র কন্ঠে ‘বিশ্বে ন্যায্যতা আছে’ শীর্ষক গান শোনাবো।

চাই চিয়ান। (ছাই/আলিম)