দেহঘড়ি পর্ব-১২
2021-04-09 19:14:37

দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদসংকলন স্বাস্থ্য বুলেটিন’, স্বাস্থ্য বিষয়ক নানা ভুল ধারণা নিয়ে আয়োজন ভুলের ভুবনে বাস’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ভাল থাকার আছে উপায়’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন কী খাবো কী খাবো না’।

##প্রতিবেদন

হাসপাতালে ঠাঁই নেই করোনারোগীরও

দেহঘড়ি পর্ব-১২_fororder_d1

বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণ। হাসপাতালেও রোগীদের চাপ মাত্রারিক্ত। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও সিট পাচ্ছেন না কোভিড রোগীরাও।

করোনায় ফুসফুসে সংক্রমিত হওয়ার পর বড় ভাই রায়হানকে নিয়ে চারটি হাসপাতাল ঘুরেও জায়গা পাননি মাহমুদুল হক।

৩১ বছর বয়সী আবিদ আজম। বেসরকারি গণমাধ্যম রেডি টুডের সাংবাদিক তিনি। গেল সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় তার ফুসফস। রাজধানীর হাসপাতালগুলোতে সেবা সংকটের খবর পেয়ে বিকল্প মাধ্যমে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি। 

সরকারি বেসরকারি সব রকম হাসপাতালেই সংকটের কথা স্বীকার করছে সরকার।

স্বাস্থ্যবিদরা বলছেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে করোনা পরিস্থিতি। আরও  সমস্যায় পড়বে স্বাস্থ্যসেবা গ্রহণকারীরা।

 

##হেল্‌থ বুলেটিন

করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে

করোনার সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে বাংলাদেশে৷ গত কয়েকদিন ধরে প্রতিদিন করোনার শনাক্তের সংখ্যা প্রায় ৭ হাজার ও মৃতের সংখ্যা ৫০ উপরে রয়েছে।

লকডাউনে বাংলাদেশ:

করোনার সংক্রমণ ঠেকাতে গত সোমবার (৫ এপ্রিল) থেকে বাংলাদেশে শুরু হয়েছে লকডাউন। তবে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। জরুরি কাজের জন্য সীমিত পরিসরে অফিস খোলা রাখা হয়েছে। সংক্রমণ বাড়লেও লকডাউনের তৃতীয় দিনে বুধবার রাজধানীতে শুরু হয় গণপরিবহন চলাচল। এদিকে লকডাউনের মধ্যেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখা যাবে বলে জানিয়েছে সরকার।

বাংলাদেশে করোনার আফ্রিকান ধরনের প্রাধান্য:

বাংলাদেশে শনাক্ত হওয়া করোনার নমুনার শতকরা ৮১ ভাগে দক্ষিণ আফ্রিকার ধরন পেয়েছে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ-আইসিডিডিআরবি। গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে এ সম্পর্কিত একটি গবেষণা প্রকাশ করে সংস্থাটি। বাংলাদেশের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট-আইইডিসিআরের সঙ্গে মিলে ১২ সপ্তাহ ধরে গবেষণাটি পরিচালনা করে আসিডিডিআর’বি। আন্তর্জাতিক গবেষণার বরাত দিয়ে নতুন শনাক্ত এই ধরনকে বেশি সংক্রমণশীল ও আক্রমনাত্নক বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিমন্ত্রী, হুইপসহ আক্রান্ত ৩০ সংসদ সদস্য

করোনাভাইরাসের নতুন ঢেউয়ে সরকারের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপসহ অন্তত ৩০ জন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। নতুন করে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ২ জন এবং সম্পাদকমণ্ডলীর ২ জন সদস্য।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বলা ১টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ লাখ ১ হাজারেরও বেশি। আর করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা প্রায় ১১ কোটি। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১৩ কোটি।

করোনা শনাক্তের তালিকায় ১ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে ব্রাজিল ও ভারত। এই তালিকায় ৩৩ নম্বরে রয়েছে বাংলাদেশ।

 

করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে বাংলাদেশে

 

দেহঘড়ি পর্ব-১২_fororder_d2

ঢাকা, এপ্রিল ৮, সিএমজি বাংলা: বাংলাদেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের ৭ ও ৮ তারিখ এবং এর আগে যারা টিকা নিয়েছেন তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে আজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এছাড়াও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

দেশে মোট টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ এবং এ পর্যন্ত ৫৫ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। সরকারের কাছে মজুদ আছে আর মাত্র ৪৭ লাখ ডোজ।- তানজিদ