ইয়াং পেইআন
2021-04-09 15:31:29

ইয়াং পেইআন বা রজার ইয়াং ১৯৭১ সালের ৫ জুন চীনের তাইওয়ানের কাও সিয়োংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের সংগীত শিল্পী এবং হুয়াংহো নামে এক সঙ্গীত স্টুডিওর দায়িত্বশীল ব্যক্তি। ১৯৮৮ সালে ১৭ বছরের ইয়াং পেইআন অপেশাদার সঙ্গীতদল ‘ডার্টি ফিঙ্গারসে’ প্রধান গায়ক হিসেবে যোগ দেন। তখন থেকে তিনি সঙ্গীত বিশ্বে প্রবেশ করেন। ১৯৯৪ সালের গ্রীষ্মকালে তিনি বন্ধুর সঙ্গে ‘টিএনটি’ নামে সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন এবং এক পানশালার নিয়মিত গায়ক হন। ২০০৫ সালের শেষ নাগাদ তিনি স্কাইহাই এন্টারটেইনমেন্ট লিমিটেড কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে পেশাদার গায়ক হন। বন্ধুরা, বেশি কথা বলব না, আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের ইয়াং পেইআনের একটি গান শোনাব, গানের নাম “অস্তিত্ব”। শুনুন তাহলে গানটি। 

ইয়াং পেইআন_fororder_u=1511404444,3971203148&fm=26&fmt=auto&gp=0

২০০৬ সালের মে মাসে ইয়াং পেইআন তাঁর প্রথম একক অ্যালবাম “ইয়াং পেইআন—গভীর রাত আড়াইটার আমি” প্রকাশ করেন । অ্যালবামের “আমি বিশ্বাস করি” গানটি দিয়ে তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। আসুন, তাহলে আমরা একসাথে শুনি “আমি বিশ্বাস করি” গানটি, কেমন? 

 

১৯৮৯ সালে এক বন্ধুর আমন্ত্রণে ইয়াং পেইআন তাইওয়ানের সৃজনশীল সংগীত প্রতিযোগিতার মঞ্চে “ঠিকই আমি” গানটি পরিবেশন করেন। তাইওয়ানের বিখ্যাত প্রয়াত গায়ক, সুরকার ও প্রযোজক জাং ইয়ুশেং অতিথি উপস্থাপক হিসেবে প্রতিযোগিতাটি পরিবেশন করেন। জাং ইয়ুশেং ইয়াং পেইআনের পরবর্তী জীবন ও সঙ্গীত পথের উপর গভীর প্রভাব ফেলেন। তাঁরা এক সঙ্গে গানও গেয়েছেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের দু’জনের একসাথে গাওয়া একটি গান শোনাচ্ছি, গানের নাম “হলুদ নদী ও ইয়াংসি নদী”। শুনুন তাহলে গানটি। 

ইয়াং পেইআন_fororder_src=http___img.mp.itc.cn_upload_20170505_d90621958e074d838d5c556c3bbe29a3_th.jpeg&refer=http___img.mp.itc

বন্ধুরা, ১৯৮৯ সালে যখন ইয়াং পেইআন তাইওয়ানের সৃজনশীল সংগীত প্রতিযোগিতায় অংশ নেন, তখন তিনি “ঠিকই আমি” গানটি গেয়েছিলেন। আমি এখন সে গানটি আপনাদের শোনাব, কেমন? 

 

বন্ধুরা, “তুমি আমার চোখ” গানটি তাইওয়ানের গায়ক সিয়াও হুয়াংছির গাওয়া একটি গান। সিয়াও হুয়াংছি ইয়াং পেইআনের খুবই ভালো বন্ধু, তাঁরা একসঙ্গে গানটি গেয়েছেন। আসলে গানটি অনেক জনপ্রিয়। তাহলে আমরা একসাথে গানটি শুনি। 

ইয়াং পেইআন_fororder_mda-ifjqubxz6ffmsei3

“তোমাকে ভালোবাসি, এটা একটা ভুল” গানটি ইয়াং পেইআনের প্রথম অল্যালবাম “ইয়াং পেইআন—গভীর রাত আড়াইটার আমি” থেকে নেওয়া হয়েছে। গানটি চীনের মূল-ভূভাগে প্রকাশিত হবার পর “তোমাকে ভালোবাসি, এটা একটা ভুল” ২০০৮ সালের বার্ষিক টপ-১০ এমপি৩ তালিকায় অন্তর্ভূক্ত হয়। এ ছাড়া, চীনের এক টিভি নাটক তাইওয়ানে সম্প্রচারিত হবার সময় পরিচালক গানটি নাটকের শেষ গান হিসেবে বাছাই করেন। আচ্ছা বন্ধুরা, গানের গল্প হয়তো একটি ভুল, কিন্তু গানটি শোনা তো অবশ্যই ভুল নয়, তাইনা? শুনুন তাহলে গানটি।

ইয়াং পেইআন_fororder_src=http___img.mp.itc.cn_q_70,c_zoom,w_640_upload_20170421_580111f74f4e45d3a1b13e181443300f_th.jpeg&refer=http___img.mp.itc

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে,  অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘তোমাকে ভুলে যাওয়ার চেয়ে তোমাকে হারানো উত্তম”। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/এনাম)