১৯২১ সালের ৩০ জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রথম কংগ্রেস শাংহাইয়ে গোপনে অনুষ্ঠিত হয়েছিল। সে রাতে ফরাসি পুলিশের তল্লাশি এড়াতে সম্মেলনটি এক পর্যায়ে বন্ধ করে দিতে হয়। তারপর ১০/১২জন প্রতিনিধি শাংহাই থেকে ট্রেনে করে চিয়া সিং শহরে আসেন। চিয়া সিংয়ের নানহু হ্রদে একটি নৌকায় সম্মেলনের বাকি কাজ সমাপ্ত করেন। ১৯২১ সালের ৩ আগস্ট সিপিসর প্রথম কংগ্রেস সমাপ্ত হয়। ঠিক এভাবেই একটি নৌকা সিপিসির জন্মস্থানে পরিণত হয়। চীনারা এখন সে নৌকাকে ‘লাল নৌকা’ বলে ডেকে থাকেন।
সিপিসির জন্ম স্মরণে ১৯৫৯ সালে তখনকার নৌকার আকার অনুযায়ী নতুন একটি নৌকা তৈরি করা হয়। কারণ জাপানের বিরুদ্ধে যুদ্ধের সময়ে ওই ধরনের সব নৌকা নষ্ট হয়ে যায়। তখন থেকে নতুন এ প্রতীকি নৌকাটি নান হু হ্রদে ভেসে আছে। চীনের বিখ্যাত বিপ্লবী পেং চেন ১৯৯১ সালে এ নৌকা পরিদর্শনকালে বলেন, নৌকা ছোট হলেও তার তাৎপর্য অনেক বড়। এ নৌকা থেকেই জন্ম হয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের।