‘কঠোর স্বাস্থ্যবিধি মেনে সচল রাখতে হবে অর্থনীতি’
2021-04-09 13:31:27

ব্যবসাপাতির ১৬তম পর্বে যা থাকছে:

# বাংলাদেশের লকডাউনে অর্থনৈতিক সমাচার নিয়ে বিশেষ প্রতিবেদন।

# করোনাকালীন শ্রমজীবী মানুষের কঠিন জীবন সংগ্রাম নিয়ে বিশেষ প্রতিবেদন।

# বাংলাদেশে লকডাউনের প্রভাবে বেড়েছে অনলাইন বেচা-কেনা

 

 

এ পর্বের সাক্ষাৎকার:

“লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অপ্রাতিষ্ঠানিক খাত। এখাতে কাজ করে ৮৫ শতাংশ মানুষ। এখাতকে বাঁচাতে সরকারের উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা আছে।‘  –মুঈদ রহমান

‘কঠোর স্বাস্থ্যবিধি মেনে সচল রাখতে হবে অর্থনীতি’_fororder_s1