ব্রিটেনের বিখ্যাত পরিচালক ম্যালকোম ক্লার্ক চীন ও পশ্চিমা জগতের মধ্যে সেতু তৈরি করতে চান
2021-04-09 19:28:03

ব্রিটেনের বিখ্যাত পরিচালক ম্যালকোম ক্লার্ক চীন ও পশ্চিমা জগতের মধ্যে সেতু তৈরি করতে চান_fororder_死1

ব্রিটেনের বিখ্যাত পরিচালক ম্যালকোম ক্লার্ক চীন ও পশ্চিমা জগতের মধ্যে সেতু তৈরি করতে চান_fororder_死

এপ্রিল ৯: ‘চীনের পুনরুত্থান হলো ২১ শতকের বৃহত্তম সংবাদ’। গতকাল (বৃহস্পতিবার) অস্কার বিজয়ী ব্রিটিশ তথ্যচিত্র পরিচালক ম্যালকোম ক্লার্ক এক সাক্ষাত্কারে একথা বলেছেন। চলচ্চিত্রের মাধ্যমে পশ্চিমা জগতের সঙ্গে চীনের বন্ধুত্বের সেতু স্থাপন করতে চান তিনি।

 

এদিন তার তৈরি ছোট একটি ভিডিও শাংহাইয়ে প্রকাশিত হয়। ভিডিওতে তিনি সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের বিশাল পরিবর্তনগুলো তুলে ধরেছেন।

তার এই ভিডিও প্রকাশের দিনটি ছিলো উহান শহর থেকে লকডাউন ব্যবস্থা প্রত্যাহারের প্রথম বার্ষিকী। উহানে মহামারী প্রতিরোধের প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারী হিসেবে তিনি এর আগে উহানে তথ্যচিত্র নির্মাণের অভিজ্ঞতার কথা স্মরণ করেন। গত বছর স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মহামারী প্রতিরোধের প্রামাণ্যচিত্রও তৈরি করছেন তিনি।

 

তিনি বলেন, উহানে মহামারী প্রতিরোধের তথ্যচিত্রটির নির্মাণ কাজ চলছে। তথ্যচিত্র মুক্তির পর চীন নিয়ে অনেক ভুল ধারণা দূর হবে বলে আশা করেন তিনি। তার তথ্যচিত্রের মাধ্যমে আরো বেশি মানুষ মহামারী প্রতিরোধে চীনের অবদান বুঝতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি মনে করেন, বাস্তব দৃশ্যের শক্তি হাজারবার বলা কথার চেয়েও শক্তিশালী। চীন সম্পর্কে বিশ্ব কম জানে। একজন পশ্চিমা পরিচালক হিসেবে তিনি নিজের ক্যামেরায় চীনা জনগণের সুখ, রাগ, বেদনা ও আনন্দ তুলে ধরতে চান।

(লিলি/তৌহিদ/শুয়েই)